Advertisement
Advertisement
Caribbean cricket

২৭ রানে অলআউট! ক্যারিবিয়ান ক্রিকেটের হাল ফেরাতে ডাক লয়েড-রিচার্ডস-লারাদের

তাঁদের আগমনে কি আদৌ গরিমা ফিরবে ওয়েস্ট ইন্ডিজের?

Caribbean cricket legends invited to revive the fortunes of the game after being bowled out for 27 runs
Published by: Prasenjit Dutta
  • Posted:July 16, 2025 2:10 pm
  • Updated:July 16, 2025 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাবিনা পার্কে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গিয়েছে ক্যারিবিয়ানরা। যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান। একরাশ লজ্জার রেকর্ড গড়ে পরাজয়ের পর তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিশোর শ্যালো। সেই কারণে একটি বৈঠকও ডাকা হয়েছে ক্যারিবিয়ান বোর্ডের তরফে। সেখানে ডাকা হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাকে।

Advertisement

এখানেই শেষ নয়। শিবনারায়ণ চন্দ্রপল, ডেসমন্ড হেনস এবং ইয়ান ব্র্যাডশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, ক্যারিবিয়ান ক্রিকেটের গৌরব পুনরুদ্ধার করতে রিচার্ডস এবং লারাকে যুক্ত করতে চাইছেন তাঁরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো বলেছেন, “ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস এবং ব্রায়ান লারাকে বেসরকারিভাবে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা কিংবদন্তি। সেরা ব্যাটার। এছাড়াও শিবনারায়ণ চন্দ্রপাল, ডেসমন্ড হেনস, ব্র্যাডশরাও থাকছেন। তাঁরা সবাই আমাদের ক্রিকেট ঐতিহ্যকে উজ্জ্বল করেছে। নতুন প্রজন্ম তৈরি করার জন্য আমরা তাঁদের সাহায্য নিতে চাই।”

তিনি আরও বলেন, “এমন ফলাফল খুবই হতাশাজনক। একসময় ক্রিকেট আমাদের গর্ব ছিল। আমাদের পরিচয় ছিল। কিন্তু এখনকার এই অবস্থা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে কেবল আমার নয়, এমন অবস্থা হয়েছে দলের ক্রিকেটারদেরও। ওরাও এই পরাজয় মেনে নিতে পারছে না। নতুন করে আবার শুরু করতে চাই। আগামী প্রজন্মের কথা ভেবে এগিয়ে যেতে হবে। অতীতের সেই গর্বের দিনগুলি আবার ফিরিয়ে আনতে চাই। সেই কারণে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এ ব্যাপারে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগবে। প্রত্যেকের পরামর্শ মতো পরিকল্পনা তৈরি করা হবে।”

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ২২৫। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে শামার জোসেফ ও আলজারি জোসেফের দাপটে অস্ট্রেলিয়াও ১২১ রানের বেশি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে ২০৪ রান করতে হত। প্রথম দু’টি টেস্টে হেরে থাকা নড়বড়ে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার যে গোলাপি বলে রানটা তুলতে পারবে না, তা কার্যত দেওয়াল লিখন ছিল। কিন্তু তারা যে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যাবে, তা ভাবা যায়নি। সেই কারণে কিংবদন্তি ক্রিকেটারদের ক্যারিবিয়ান বোর্ড দ্বারস্থ হয়েছে। তাঁদের আগমনে কি আদৌ গরিমা ফিরবে ওয়েস্ট ইন্ডিজের? সময়ই এর উত্তর দেবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement