Advertisement
Advertisement
Akash Deep

‘সেঞ্চুরির থেকে কোনও অংশে কম নয়…’, আকাশের ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক গিল

ব্যাট হাতে আকাশের সাফল্যের পর উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচও ।

Captain Shubman Gill praised Akash Deep innings
Published by: Prasenjit Dutta
  • Posted:August 3, 2025 11:24 am
  • Updated:August 3, 2025 11:43 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে তৃতীয় দিনের খেলা দেখে বিশেষ করে বলতে হয় ‘নৈশপ্রহরী’ আকাশ দীপের কথা। টেস্ট ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি করলেন বাংলার এই পেসার। হাফসেঞ্চুরির পর তাঁকে বাহবা দেয় গোটা স্টেডিয়াম। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমেও উচ্ছ্বাস চোখে পড়ে। কোচ গৌতম গম্ভীরের মুখেও হাসি ফুটে ওঠে। আকাশ যখন ৬৬ রানে আউট হলেন, সেই সময় স্কোরবোর্ডে ভারতের রান ১৭৭। এমন অনিন্দ্যসুন্দর ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক শুভমান গিল।

Advertisement

বিসিসিআইয়ের এক ভিডিওয় গিল বলেন, “আমার মনে হয় আকাশের এই ৬৬ রান কোনও সেঞ্চুরির চেয়ে কম কিছু নয়।” যশস্বীর সঙ্গে আকাশ দীপের পার্টনারশিপে ওঠে ১০৭ রান। আর এই পার্টনারশিপে ভর করে ওভালে দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য রাখে ভারত।

টেস্টে ভারতীয় নাইট ওয়াচম্যানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আকাশ। শুভমানের কথায়, “অনেক দিন ধরেই আমাদের মধ্যে আলোচনা চলছে। সেখানে টেল এন্ডারদের বহুবার বলা হয়েছে, ‘তোমরাও ব্যাটিংয়ে একটু অবদান রাখো বন্ধু’। আর কী বলি! আকাশ এর জবাব দিয়েছে।”

ব্যাট হাতে আকাশের সাফল্যের পর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাকও উচ্ছ্বসিত। তাঁর মন্ত্যব্য, “আকাশকে বলেছিলাম, ‘যদি তুমি নাগালের মধ্যে বল পাও, তাহলে শুধু মারবে। জোর করে ডিফেন্স কোরো না। কারণ শেষ দু’টি ইনিংসে তুমি ডিফেন্স করতে করতে আউট হয়েছ।” সতীর্থ কেএল রাহুল বলছেন, “আকাশকে বলেছিলাম নিজেকে ব্যাটারের মতো ভাবতে।” তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডকে ধাক্কা দেন মহম্মদ সিরাজ। জ্যাক ক্রলিকে ১৪ রানের মাথায় বোল্ড করেন তিনি। ইংল্যান্ডের রান এক উইকেট হারিয়ে ৫০। চতুর্থ দিন রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ জিতলেই বিলেত থেকে সিরিজ অমীমাংসিত রেখে দেশে ফিরবে ভারত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ