Advertisement
Advertisement
CAB

অভিযোগ স্বার্থের সংঘাতে জড়ানোর! বড় জরিমানা সিএবি-র ফিনান্স কমিটির সদস্যের

পাশাপাশি জরিমানা দিতে হবে সিএবিকেও।

CAB sub committee member Subrata Saha penalized Rs 2 Lakh

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 19, 2025 12:19 am
  • Updated:September 19, 2025 12:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় জরিমানার মুখে পড়লেন সিএবি-র ফিনান্স কমিটির সদস্য সুব্রত সাহা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সিএবি-র কমিটিতে থাকা সত্ত্বেও নিজের হোটেল বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ভাড়া দিয়ে উপার্জন করেছেন প্রায় ৩৬ লক্ষ টাকা! অবশেষে বেলগাছিয়া ক্লাবের ওই সদস্যকে পড়তে হল জরিমানার মুখে। পাশাপাশি জরিমানা দিতে হবে সিএবিকেও।

Advertisement

গত মাসেই স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ ওঠে সুব্রতর বিরুদ্ধে। অভিযোগ করেন সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বিদায়ী সদস্য মহাদেব চক্রবর্তী। গড়িয়াহাটে একটি হোটেলের ঘরভাড়া হিসেবে সিএবিকে দিতে হয়েছে ৩৫ লক্ষ ৭৮ হাজার ৪০ টাকা। মহাদেববাবুর বক্তব্য ছিল, যে হোটেলের বিল মেটানো হয়েছে তার অন্যতম মালিকানা রয়েছে খোদ সুব্রতরই!

অবশেষে রায় দিলেন সিএবি-র এথিক্স অফিসার, প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পাশাপাশি আপাতত ফিনান্স সাব কমিটির কোনও কাজও করতে পারবেন না সুব্রত। নতুন সাব কমিটিতে স্থান হলেও হলফনামা জমা দিতে হবে তাঁকে। সেখানে জানিয়ে দিতে হবে কোনও বাণিজ্যিক সংস্থার সঙ্গে তাঁর অর্থনৈতিক (অথবা অন্য কোনও) সম্পর্ক নেই। জরিমানার টাকা দিতে হবে এক সপ্তাহের মধ্যে। তবে কেবল তিনিই নন, জরিমানা দিতে হবে সিএবি-কেও! সেই অঙ্কও ২ লক্ষ টাকা। এখন দেখার এই রায়ের বিরুদ্ধে সুব্রত কোনও আপিল করেন কিনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement