Advertisement
Advertisement
Laxmi Ratan Shukla

দুটো কিডনিই বিকল, মৃত্যুমুখে কালীঘাটের ক্রিকেটার, পাশে দাঁড়ালেন লক্ষ্মীরতন শুক্লা

কিছুদিন আগেও ২২ গজে দাপিয়ে খেলেছেন। এখন মৃত্যুমুখে আকাশ।

Budding cricketer loses both kidneys, Laxmi Ratan Shukla comes to help
Published by: Subhajit Mandal
  • Posted:May 27, 2025 8:47 pm
  • Updated:May 27, 2025 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেও ২২ গজে দাপিয়ে খেলেছেন। কালীঘাট স্পোর্টিং যে ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, সেটার নেপথ্যেও বড় অবদান রয়েছে তাঁর। কিন্তু ভাগ্যের ফেরে ময়দানের প্রতিভাবান সেই ক্রিকেটার অসুস্থ। বলা ভালো, দুটি কিডনি হারিয়ে কার্যত মৃত্যুর মুখে। গুরুতর অসুস্থ ওই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

Advertisement

আকাশ বিশ্বাস। কালীঘাট স্পোর্টিংয়ের হয়ে খেলেন। লেগ স্পিন বোলিং করেন। ব্যাটটাও মন্দ করেন না। কিছুদিন আগে থেকেই অসুস্থ আকাশ। জানা গিয়েছে, তাঁর দুটি কিডনিই বিকল। প্রতিস্থাপন করার প্রয়োজন। প্রয়োজন বিপুল টাকার। ময়দানে ক্রিকেট খেলা কোনও ক্রিকেটারের পক্ষেই সেই টাকাটা জোগাড় করা অসম্ভব। আকাশও তাই চরম সংকটে।

Budding cricketer loses both kidneys, Laxmi Ratan Shukla comes to help

এই পরিস্থিতিতে অসুস্থ ওই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। ব্যক্তিগত উদ্যোগে আকাশকে ২ লক্ষ টাকা সাহায্য করলেন তিনি। সেই সঙ্গে লক্ষ্মীর আহ্বান, ময়দানের আর যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরাও যেন আকাশের পাশে দাঁড়ান। বঙ্গ কোচের কথায়, “আকাশকে এই লড়াইটা জেতাতেই হবে।” লক্ষ্মীর সঙ্গে এদিন আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার বোলিং পরামর্শ অরূপ ভট্টাচার্যও। তিনিও বলছেন, “এই লড়াইয়ে আকাশকে জেতাতে গোটা ময়দানকে একজোট হতে হবে।” অরূপ ভট্টাচার্যই আকাশের চিকিৎসার পুরো ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ব্যবস্থা, সবটাই তিনি দেখছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement