সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে বিসিসিআইয়ের অন্দরেও কি দ্বিমত দেখা যাচ্ছে? বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া যেখানে ঘুরপথে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন, সেখানে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলছেন, সরকারকে কাঠগড়ায় তুলে লাভ নেই। যে কোনও রাজ্যেই এটা হতে পারত।
বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৭ জন। মর্মান্তিক ওই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। ঘটনার পরই বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করে দেন, ওই অনুষ্ঠান আরসিবির নিজস্ব অনুষ্ঠান। এতে বিসিসিআইয়ের দায় নেই। পরে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ঘুরিয়ে নিশানা করেন রাজ্য সরকারকেই। তাঁর বক্তব্য, গোটা অনুষ্ঠান আরও পরিকল্পিতভাবে এবং আরও প্রস্তুতি নিয়ে করা উচিত ছিল। কলকাতা এবং মুম্বইয়ের আগের সেলিব্রেশনের ঘটনগুলির উদাহরণ তুলে বোর্ড সচিব বলেন, “এটা জনপ্রিয়তার নেতিবাচক দিক। ক্রিকেটারদের জন্য জনতা পাগল হয়ে যায়। সংগঠকদের আরও ভালো করে পরিকল্পনা করা উচিত ছিল। এর আগে কলকাতা ও মুম্বইয়ে লোক হলেও এইরকম ঘটনা ঘটেনি।”
তাৎপর্যপূর্ণভাবে সাইকিয়া যখন কর্নাটক সরকারকে নিশানা করছেন, তখন বোর্ডেরই সহ-সভাপতি রাজীব শুক্লা উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, “এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কর্নাটক সরকার আগেই প্রস্তাবিত রোড শো বাতিল করেছিল। কিন্তু স্টেডিয়ামের বাইরে যে এমনটা হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। আরসিবিও ভাবতে পারেনি এত মানুষ আসবেন, রাজ্য সরকারও ভাবতে পারেনি।” রাজীব শুক্লা সরাসরিই বলছেন, “এই ঘটনার জন্য শাসকদলকে টার্গেট করা উচিত নয়। যে কোনও রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর যদি বিজেপি শাসিত কোনও রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বিজেপিকেও নিশানা করা ঠিক নয়।”
বস্তুত বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে বোর্ডের দুই কর্তা যে পরস্পর বিরোধী অবস্থানে সেটার নেপথ্যে অবশ্য রাজনীতিও আছে। দেবজিৎ সাইকিয়া নিজে বিজেপির সঙ্গে যুক্ত। ফলে দলের অবস্থান মেনে বোর্ডের পদে থেকেও কংগ্রেস সরকারকে তোপ দাগাটা অস্বাভাবিক নয়। আবার রাজীব শুক্লা কংগ্রেস সাংসদ। ফলে তাঁরও দলের পাশে দাঁড়ানো অস্বাভাবিক নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.