Advertisement
Advertisement
Bengaluru Stampede

বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় আরও চাপে আরসিবি, দুর্ঘটনা কীভাবে? জবাব চাইলেন বোর্ডের অম্বুডসম্যান

এর আগে সেন্ট্রাল ট্রাইব্যুনালও পুরো ঘটনার জন্য আরসিবিকে দায়ী করেছে।

Bengaluru Stampede: BCCI Ombudsman seeks written replies from RCB, KSCA
Published by: Subhajit Mandal
  • Posted:July 3, 2025 10:41 am
  • Updated:July 3, 2025 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে চাপ আরও বাড়ল আরসিবির উপর। আইপিএল জয়ের সেলিব্রেশনে এত মানুষের মৃত্যু কীভাবে? কেন পদপিষ্টের পরিস্থিতি তৈরি হল? লিখিতভাবে ফ্র্যাঞ্চাইজির কাছে জবাব তলব করল বিসিসিআই। বোর্ডের অম্বুডসম্যান তথা এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র আরসিবিকে লিখিতভাবে গোটা ঘটনার বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ গিয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থাতেও।

আরসিবি ও কর্নাটক ক্রিকেট সংস্থার গাফিলতিতেই আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। বিসিসিআইয়ের অম্বুডসম্যানের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেন আইপিএস অফিসার বিকাশ কুমার। ওই আইপিএস অফিসারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। এই ঘটনায় আরসিবির কতটা দায় রয়েছে তা খতিয়ে দেখতে চাইছেন বোর্ডের অম্বুডসম্যান। তিনি জানিয়েছেন, অভিযোগের গুরুত্ব বিচার করে আরসিবি এবং কর্নাটক ক্রিকেট সংস্থাকে লিখিত আকারে পুরো ঘটনার বিবরণ দিতে বলা হয়েছে। কেন পদপিষ্টের ঘটনা, কার গাফিলতি সবটাই আগামী ৪ সপ্তাহের মধ্যে লিখিত আকারে জানাতে হবে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটিকে।

এর আগে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও আরসিবিকেই ওই ঘটনার জন্য দায়ী করেছে। ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ৪ জুন বেঙ্গালুরুর বিজয়োৎসবে তিন থেকে পাঁচ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। এই অনিয়ন্ত্রিত ভিড়ের জন্য আরসিবি’কেই দায়ী করা হয়েছে ক্যাটের রিপোর্টে। ক্যাটের রিপোর্ট অনুযায়ী, পুলিশ বা প্রশাসনের অনুমতি ছাড়াই এত বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সোশাল মিডিয়াতেও সেই নিয়ে পোস্ট করা হয়েছিল। যেহেতু সময় কম ছিল, তাই পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি।

যেভাবে শেষ মুহূর্তে আরসিবি সেলিব্রেশনের ডাক দিয়েছিল, তা চূড়ান্ত ‘অব্যবস্থা’ তৈরি করেছিল বলে মত ট্রাইব্যুনালের। ট্রাইব্যুনাল স্পষ্ট বলছে, “১২ ঘণ্টার মধ্যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আশা করা উচিত নয়। পুলিশকর্মীরাও মানুষ। জাদুকর নয়। তাদের কাছে আলাদিনের জাদুপ্রদীপ নেই যে, যা চাইবে তাই পাওয়া যাবে।” ক্যাটের পর এবার বোর্ডের অম্বুডসম্যানের নজরেও আরসিবির ভূমিকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement