সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজির প্রথম ম্যাচে নাটকীয় জয় বাংলার। তৃতীয় দিনের শেষে মনে হয়েছিল ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে। সেই ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। যার নেপথ্যে মহম্মদ শামি। সমস্ত সমালোচনার জবাব দিয়ে চতুর্থ দিন দাপুটে বোলিং উপহার দিলেন। তাঁকে যোগ্য সঙ্গত আকাশ দীপ, ঈশান পোড়েলদের। দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ড শেষ হল ২৬৫ রানে। ১৫৬ রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যপূরণ করল বাংলা।
২ উইকেটে ১৬৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে উত্তরাখণ্ড। ৫৫ রানে এগিয়ে ছিল তারা। ২০৩ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন কুণাল চান্ডেলা। কিন্তু শনিবার মাত্র ৪ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৭২ রানে তাঁকে এলবিডব্লিউ করলেন শামি। এরপর বাংলার পেসাররা রীতিমতো জ্বলে উঠলেন। যার কাণ্ডারি শামিই। তাঁকে দেখেই উদ্বুদ্ধ হয়ে আকাশ দীপ, ঈশান পোড়েলরাও ২২ গজে আগুন ঝরালেন।
একটা সময় ১৮৯ রানে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে গিয়েছিল উত্তরাখণ্ড। সেখান থেকে যুবরাজ চৌধুরী এবং অভয় নেগি রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁদের জুটিতে ওঠে ৬৪ রান। সেই সময় ফের পরিত্রাতার ভূমিকায় শামি। ফেরান নেগিকে। এরপর উত্তরাখণ্ডের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। বাংলার হয়ে শামি নিলেন ৩৮ রানে ৪ উইকেট। আকাশ দীপ এবং ঈশান পোড়েলের শিকার ২ উইকেট। বাকি দু’টি উইকেট ভাগ করে নিয়েছেন সুরজ সিন্ধু জয়সওয়াল এবং সুনীল ভাটি।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন বাংলার অধিনায়ক অভিমন্যু। তিনি শেষমেশ ৮২ বলে ৭১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে তাঁর সংগ্রহ মূল্যবান ৪৬ রান। মাত্র ২৯.৩ ওভারে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে করে ৮ উইকেটে ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়েছে বাংলা। দু’টি ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মহম্মদ শামি। এই পারফরম্যান্সই বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া সফরে তাঁর ভারতীয় দলে থাকা উচিত ছিল।
উল্লেখ্য, প্রথম ইনিংসে উত্তরাখণ্ডের ২১৩ রানের জবাবে বাংলা করে ৩২৩ রান। সাধারণ ইনিংস খেলেন সুদীপ চট্টোপাধ্যায় (৯৮) এবং সুমন্ত গুপ্ত (৮২)। ১১০ রানের লিড পায় বাংলা। দ্বিতীয় ইনিংসে উত্তরাখণ্ড কিছুটা লড়াই দিয়ে ২৬৫ রান করে বাংলার সামনে ১৫৬ রানের লক্ষ্য রাখে। যা ২ উইকেট হারিয়ে সহজেই তুলে নেয় বাংলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.