Advertisement
Advertisement
Ben Stokes

হেরে নিজেদের পিচকেই তোপ! স্টোকসকে ‘ছিঁচকাঁদুনে, পাগল’ কটাক্ষ নেটিজেনদের

এজবাস্টনে নিজেদের পাতা ফাঁদে ইংল্যান্ড নিজেরাই আটকে গিয়েছে।

Ben Stokes blames subcontinent like pitch after losing to India
Published by: Anwesha Adhikary
  • Posted:July 7, 2025 10:48 am
  • Updated:July 7, 2025 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ হেরে নিজের ঘরের মাঠকেই দুষছেন অধিনায়ক! এমনই আজব ঘটনা ঘটল এজবাস্টন টেস্টের পর। ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, পিচটা নাকি একেবারে ভারতীয় উপমহাদেশের মতো হয়েছে। একেবারে নিজেদের দেশের মতো পিচে খেলেছে ভারত। ইংরেজ অধিনায়কের এহেন মন্তব্যে পালটা দিয়েছে নেটপাড়াও।

Advertisement

তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ৩৩৬ রানে হেরেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে ইংরেজ অধিনায়ক বলেন, “মনে হচ্ছিল ভারতীয় উপমহাদেশের পিচে খেলছি। ম্যাচ যত এগিয়েছে, ততই ভারতের পক্ষে সুবিধাজনক হয়ে উঠেছে পিচ। ভারতীয় ক্রিকেটাররা যেরকম পরিবেশে অভ্যস্ত, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেকারণেই পরিবেশকে কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে ভারত।”

স্টোকসের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সরব হন ক্রিকেটপ্রেমীরা। সটান স্টোকসকে ‘ছিঁচকাঁদুনে’ বলে কটাক্ষ করেছেন অনেকে। সেই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের অনেকেই বলছেন, ‘বাজবল খেলবে বলে ব্যাটিং সহায় পিচ চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেখানে সুইং শুরু হয়েছে বলেই যত সমস্যা।’ আবার কেউ বা বলছেন, ‘অহেতুক মেজাজ দেখাচ্ছেন স্টোকস।’ খোঁচা দিয়ে কারোর প্রশ্ন, ‘উপমহাদেশীয় পিচ হলে তো আরও বেশি টার্ন করত।’ 

উল্লেখ্য, এজবাস্টনের মাঠ নিয়ে টেস্টের শুরু থেকেই বিতর্ক ছিল। আইসিসি’র নিয়ম, বাউন্ডারির দৈর্ঘ্য হতে হবে ৫৯-৯০ মিটার পর্যন্ত। এজবাস্টনে উইকেটের সোজা বাউন্ডারির দৈর্ঘ্য ছিল মোটে ৬০ মিটার। কিন্তু দীর্ঘতম দূরত্বও খুব বেশি নয়, মাত্র ৬৫ মিটার। অনেকেই বলেছিলেন, কমপক্ষে ৫ থেকে ১০ মিটার কম করে দেওয়া হয়েছে বাউন্ডারি। টিম ইন্ডিয়ার স্পিন অস্ত্র ভোঁতা করে দেওয়ার লক্ষ্যেই বেন স্টোকসদের এই পরিকল্পনা। কিন্তু নিজেদের পাতা ফাঁদে ইংল্যান্ড নিজেরাই আটকে গিয়েছে। ভারতের রানের পাহাড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ব্রিটিশ ব্যাটিং লাইন আপ। তারপর অজুহাত দিতে গিয়ে আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন ব্রিটিশ অধিনায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement