Advertisement
Advertisement
Zubeen Garg

জুবিন গর্গের স্মরণে উদ্যোগ বিসিসিআইয়ের, মহিলা বিশ্বকাপের উদ্বোধনে প্রয়াত গায়ককে শ্রদ্ধার্ঘ্য

উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল।

BCCI to pay tribute to Zubeen Garg in Women's World Cup opening

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 21, 2025 11:35 pm
  • Updated:September 21, 2025 11:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ সেপ্টেম্বর, শুক্রবার সুরালোকে পাড়ি দিয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু সঙ্গীতজগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে এবার বিশেষ পরিকল্পনা করল বিসিসিআই। আগামী ৩০ সেপ্টেম্বর মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে। সেই ম্যাচে প্রয়াত গায়ককে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে পুরো সময়টাই নির্ধারণ করা হয়েছে।

Advertisement

৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। সুরের মূর্ছনার সঙ্গে র‍্যাপের মিশেলে জমজমাট অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’ও গেয়েছেন তিনি। জানা গিয়েছে, জুবিন গর্গকে শ্রদ্ধাজ্ঞাপনের পুরোভাগে থাকবেন শ্রেয়া। সম্ভবত প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তিত্বকে দেখা যাবে। তবে তাঁদের নাম জানা যায়নি।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার পারফরম্যান্সে মাতবেন ৭ দেশের মহিলা ক্রিকেটাররা। কিন্তু সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবে পাকিস্তান। উদ্বোধনী অনুষ্ঠান হবে গুয়াহাটিতে। কিন্তু সেখানে অংশগ্রহণ করবে না পাকিস্তান মহিলা দল। এমনিতে গোটা টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে অধিনায়ক ফতিমা সানা হোক বা অন্য কোনও প্লেয়ার ভারতে আসছেন না। উদ্বোধনী অনুষ্ঠানেও তার অন্যথা হবে না।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় খ্যাতনামা গায়ক, অসমের ভূমিপুত্র বছর বাহান্নর জুবিন গর্গের। খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়তেই নিমেষে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকসংবাদ পাওয়ার পর সে রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গায়কের মৃত্যু ঠিক কী কারণে, তা নিয়ে বিস্তারিত তদন্ত চেয়েছেন। রবিবার ভোরে গুয়াহাটি বিমানবন্দর থেকে দেহ পৌঁছয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। কাতারে কাতারে মানুষ ভিড় জমান প্রিয় শিল্পীকে শেষবার দেখার জন্য। এবার তাঁকে স্মরণ করেই শুরু হবে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ