Advertisement
Advertisement
India Tour Of Bangladesh 2025

পরের মাসেই বাংলাদেশ সফর, আদৌ যাবে ভারতীয় দল? মুখ খুলল সংশয়ে থাকা বিসিবি

ভারতীয় দলকে বাংলাদেশে নিয়ে যেতে মরিয়া সেদেশের বোর্ড।

BCB president opens up on India Cricket Team tour of Bangladesh 2025

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 1, 2025 10:53 am
  • Updated:July 1, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। কিন্তু নয়াদিল্লি-ঢাকার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কি আদৌ বাংলাদেশ সফরে যাবে টিম ইন্ডিয়া (India Tour Of Bangladesh 2025)? সংশয়ের মধ্যেই এই সফর নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলার কথা রয়েছে ভারতের।

Advertisement

এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে দেখা হচ্ছে বলে ক্রিকেটমহল মনে করছে। উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ১৩ আগস্ট বাংলাদেশ পৌঁছনোর কথা ভারতীয় দলের। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের ম্যাচ ২০ আগস্ট। ২৩ আগস্ট চট্টগ্রামে রয়েছে সিরিজের শেষ ওয়ানডে। ২৬ আগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। শেষ দু’টি ম্যাচ যথাক্রমে ২৯ এবং ৩১ আগস্ট, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

কিন্তু গত আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে। ক্রমেই চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস চিনে দাঁড়িয়ে ভারতবিরোধী মন্তব্য করেছেন। পহেলগাঁও হামলার পরেও পাকিস্তানপন্থী সুর ছিল বাংলাদেশের গলায়। সবমিলিয়ে প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে আদৌ নিরাপদ থাকবে ভারতীয় দল? শেষ পর্যন্ত সিরিজ আদৌ হবে

বিসিবি প্রেসিডেন্টের কথায়, “আমরা বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি। এখনও পর্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সিরিজ নিয়ে আমরা আশাবাদী। তবে এখনও ভারত সরকারের ছাড়পত্র মেলেনি। পরের মাসেই সিরিজ রয়েছে। তবে ভারতের সরকার অনুমতি দিলে তবেই সিরিজ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই।” আমিনুল আরও বলেন, পরের মাসে যদি রোহিত-বিরাটরা বাংলাদেশে খেলতে না যান তাহলে পরের উইন্ডোতে সিরিজ আয়োজন করবে বিসিবি। সবমিলিয়ে, ভারতীয় দলকে বাংলাদেশে নিয়ে যেতে মরিয়া সেদেশের বোর্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement