Advertisement
Advertisement
Womens World Cup 2025

শেষ ওভার পর্যন্ত লড়েও হার, বিশ্বকাপ থেকে কার্যত বিদায়ের পর কান্নায় ভাসল বাংলাদেশ ব্রিগেড

ক্রিকেটাররা ১১০ শতাংশ দিয়েছিলেন এই ম্যাচে, বলছেন বাংলাদেশ অধিনায়ক।

Bangladesh cricketers in tears after losing in Womens World Cup 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:October 14, 2025 2:46 pm
  • Updated:October 14, 2025 2:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে অঘটন ঘটানোর খুব কাছে এসেও ম্যাচ হাতছাড়া হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কেউ মাঠের মধ্যে, কেউ ডাগআউটে, কেউ বা পিচের উপর লুটিয়ে পড়ে চোখের জল ফেলছেন, এমন দৃশ্য ভাইরাল হয়েছে। উল্লেখ্য, সোমবারের ম্যাচে জিততে পারলে বিশ্বকাপে টিকে থাকার আশা বেঁচে থাকত।

Advertisement

মঙ্গলবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে একেবারেই রান তুলতে পারেননি ফরজানা হকরা। প্রথম পাওয়ার প্লে’তে মাত্র ২৮ রান ওঠে। তবে দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর রানের গতি কিছুটা বাড়ে। হাফসেঞ্চুরি করেন শারমিন আখতার এবং স্বর্ণা আকতার। অধিনায়ক নিগার সুলতানাও ৩২ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ২৩২ রান তোলে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে শুরুতেই খাতা না খুলে আউট হয়ে যান প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটস। যথেষ্ট ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার। ম্যারিজান কেপের ৫৬ রানের ইনিংসে অবশ্য দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায়। দলকে জয়ের দিকে এগিয়ে দেয় ক্লো টায়রনের ৬২ রানের ইনিংস। কিন্তু ৪৪ ওভারে তিনি আউট হওয়ার পর থেকে ম্যাচ জেতার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ায় ম্যাচ। মাত্র তিন বল বাকি থাকতে তিন উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা।

ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন প্রোটিয়া ব্যাটার। নিজের স্পেলের শেষ বলে ছক্কা খেয়ে ক্রিজের পাশেই হতাশ হয়ে বসে পড়েন নাহিদা আকতার। মাঠে এবং মাঠের বাইরে থাকা প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটারের চোখে তখন জল। পরে নিগার জানান, ক্রিকেটাররা ১১০ শতাংশ দিয়েছিলেন এই ম্যাচে। সকলের মধ্যেই বিশ্বাস ছিল, এই ম্যাচ জিতে ফিরতে পারবেন। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করার পরে সকলেই কান্নায় ভেঙে পড়েন। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমেও ফের কাঁদতে থাকেন সকলে। তবে এদিনের হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ