ম্যাক্সওয়েল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ বছরের বর্ণময় কেরিয়ারে অজি ক্রিকেটার দেশের হয়ে ১৪৯টি ওয়ানডে খেলেছেন। করেছেন ৩৯৯০ রান। ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের নামে। এছাড়া ৭৭টি উইকেটও তুলেছেন। দেশের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন। চলতি বছরের অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন তিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি তৈরি রাখতে চান ম্যাড ম্যাক্স।
বিদায়বেলায় সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি নির্বাচক প্রধান জর্জ বেইলিকে জিজ্ঞেস করি, কোন দিকে আমরা এগোতে চলেছি? আমরা ২০২৭-র বিশ্বকাপ নিয়েও কথা বলি। আমি তাঁকে বলি, ‘আমার মনে হয় না আমি অতদিন খেলতে পারব। তাই এখন থেকেই আমার জায়গায় নতুন প্লেয়ারকে আনার পরিকল্পনা শুরু করা উচিত।’ আমি সবসময় বলেছি, যতদিন আমি ভালো খেলতে পারব বলে মনে করি, ততদিন জায়গা ছাড়ব না। কিন্তু ব্যক্তিগত স্বার্থে সামনের সিরিজগুলোতে আমি জায়গা আটকে রাখতে চাই না।”
After a truly memorable ODI career, Glenn Maxwell has called time on that format:
— cricket.com.au (@cricketcomau)
৩৬ বছর বয়সি তারকা সাম্প্রতিক সময়ে একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ২০২৩-র বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে চোট নিয়েও মহাকাব্যিক ২০১ রানের ইনিংস খেলেছিলেন। তারপর আর ব্যাট থেকে সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি আসেনি। তবে অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি দলেও ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে, সেখানেও ধারাবাহিক নন। আইপিএলে পুরনো ম্যাড ম্যাক্সের ছায়াই দেখা গিয়েছে। ফলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে আর দেখা যাবে কি না, সেই নিয়ে সংশয় রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.