Advertisement
Advertisement
Asia Cup

‘পাকিস্তানের বিরুদ্ধেও করবে?’ ক্রিকেটীয় স্পিরিট দেখানো সূর্যর সমালোচনায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বিপক্ষের আউট হওয়া ব্যাটারকে মাঠে ফিরিয়ে এনে ক্রিকেটপ্রেমীদের বাহবা কুড়িয়েছিলেন ভারত অধিনায়ক।

Asia Cup: Surya Kumar Yadav's action faces questions from Akash Chopra
Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2025 8:52 pm
  • Updated:September 11, 2025 8:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নেমে ক্রিকেটীয় স্পিরিটের পাঠ পড়িয়েছিলেন গোটা দুনিয়াকে। কিন্তু ‘জেন্টলম্যানস গেমে’র পাঠ পড়াতে গিয়ে স্বদেশীয় প্রাক্তনীর খোঁচা সহ্য করতে হল সূর্যকুমার যাদবকে! বুধবার দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচ চলাকালীন বিপক্ষের আউট হওয়া ব্যাটারকে মাঠে ফিরিয়ে এনে ক্রিকেটপ্রেমীদের বাহবা কুড়িয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু এবার তাঁর উদ্দেশ্যে প্রশ্নবাণ, পাকিস্তানের বিরুদ্ধেও এমন পদক্ষেপ করতে পারবেন তো?

Advertisement

বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ম্যাচের ১৩তম ওভারে ঘটনার সূত্রপাত। তখন বল করতে আসেন শিবম দুবে। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। দু’বল পরে শিবমের বাউন্সারে ব্যাট ছোঁয়াতে পারেননি জুনেইদ সিদ্দিকি। সঙ্গে সঙ্গে বল ধরে নিয়ে উইকেটে ছুড়ে দেন সঞ্জু স্যামসন। জুনেইদ ক্রিজের বাইরে থাকাকালীনই সঞ্জুর থ্রোয়ে উইকেট ভেঙে যায়। অর্থাৎ নিয়ম অনুযায়ী জুনেইদ আউট। সেই সিদ্ধান্তই জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার।

কিন্তু হঠাৎই দেখা যায়, আম্পায়ারের সঙ্গে কথা বলছেন সূর্য। আউটের আবেদন প্রত্যাহার করে নেন। আবারও ব্যাট করতে ফেরেন জুনেইদ। কিন্তু কেন এমনটা করলেন ভারত অধিনায়ক? আসলে আউট হওয়ার বলটির ঠিক আগেই জুনেইদের কোমরে গোঁজা তোয়ালে মাঠে পড়ে যায়। তাতে হয়তো কিছুটা সমস্যা হয়েছিল আমিরশাহীর ক্রিকেটারের। সেই সমস্যাটি আম্পায়ারকে বলতে গিয়েই ভুলবশত ক্রিজ থেকে বেরিয়ে যান জুনেইদ। সেই বিষয়টি মাথায় রেখেই আউট প্রত্যাহার করেন সূর্য। এই কাজে খুশি হয়ে মাঠেই হাততালি দিয়ে দর্শকরা ভারত অধিনায়ককে কুর্নিশ জানান।

কিন্তু এই ঘটনা দেখে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর প্রশ্ন, “যদি ১৪ সেপ্টেম্বরের ম্যাচে পাকিস্তানের সলমন আঘা ব্যাট করত, ম্যাচটা হাড্ডাহাড্ডি হত, আর সলমন যদি ওইভাবে ঘুরে বেড়াত তাহলেও কি সূর্য এই কাজ করতেন?” ধারাভাষ্যকারের কথায়, ব্যাটার ক্রিজের বাইরে থাকা মানেই সে আউট। কিন্তু কোনও অধিনায়ক যদি একদিন ক্রিকেটীয় স্পিরিটের নিদর্শন দেখায়, তাহলে সকলে আশা করবে যে বারবার তিনি একই কাজ করবেন। সেটা না করলেই ওই অধিনায়ক সকলের কাছে খারাপ হয়ে যাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ