ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত এশিয়া কাপের দিনক্ষণ। এমনিতে এই টুর্নামেন্ট নিয়ে টালমাটাল অবস্থা অব্যাহত আছে। তবু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকের পর জানা গেল কবে শুরু হবে এশিয়া কাপ। এসিসি’র প্রধান মহসিন নকভি সোশাল মিডিয়ায় সেই ঘোষণা করে দিলেন।
তিনি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের ২০২৫-র এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। এই সম্মানীয় প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা দারুণ ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছি। বিস্তারিত সূচি খুব শীঘ্রই জানানো হবে।’ তারপরই প্রকাশ্যে এল চূড়ান্ত সূচি। যেখানে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর।
পহেলগাঁও হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয়। প্রথমে শোনা গিয়েছিল, ২৪ জুলাই ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা, তাতে যোগ দিতে চাইছে না বিসিসিআই। পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন এসিসি প্রধান নকভি। সেখানেই তিনি জানান, কাউন্সিলের ২৫টি দেশই বৈঠকে যোগ দিয়েছে সেটা অত্যন্ত আনন্দের বিষয়। এবার টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও জানালেন তিনি। সম্প্রতি লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়েছে। তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি। এই পরিস্থিতিতে সূচি ঘোষণা হলেও ভারত-পাক ম্যাচের ভবিষ্যৎ কী হয়, সেদিকে চোখ থাকবে সবার।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান
গ্রুপ বি: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং
পূর্ণাঙ্গ সময়সূচি
গ্রুপ পর্ব
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর (শুক্রবার): পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর (শনিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর (সোমবার): শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর (বুধবার): পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান
সুপার ৪
২০ সেপ্টেম্বর (শনিবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১ সেপ্টেম্বর (রবিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৪ সেপ্টেম্বর (বুধবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৬ সেপ্টেম্বর (শুক্রবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (রবিবার)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.