স্টাফ রিপোর্টার: ক্ষুব্ধ। ক্রুদ্ধ। রুষ্ট। বঙ্গভাষার ভাণ্ডারে রাগের মাত্রা সংক্রান্ত যাবতীয় বিশেষণও যেন বর্ণনা করতে পারবে না।
কীসের বর্ণনা? রবিবাসরীয় দুবাইয়ে ভারতের কাছে ফের একবার পাক-পরাজয়ের পর ওয়াসিম আক্রমের মনোভাবের। উত্তরসূরিদের পারফরম্যান্স দেখে যিনি সরাসরিই বলে দিলেন, চুক্তিপত্র দেওয়ার আগে পাক বোর্ডের উচিত ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটে কে কত বল খেলেছে তা দেখে নেওয়া। বিশেষত ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে যেভাবে হাবুডুবু খেয়েছে পাক-ব্যাটিং, তাতে আক্রমের রাগের পারদ আকাশ ছুঁয়েছে। “বোর্ডের উচিত চুক্তি করার আগে কে প্রথম শ্রেণির ক্রিকেটে কত বল খেলেছে, তা খতিয়ে দেখা। ওরা তো স্পিনটা খেলতেই পারে না। কুলদীপ যাদবের বিরুদ্ধে কী করতে হবে, তার কোনও রাস্তাই যেন ওদের জানা ছিল না। না হলে ১৮-১৯ নম্বর ওভারে কেউ ওভারে পরের পর ডট বল খেলে? এটা তো অপরাধ। প্রথম দশ ওভারে একটা দলের স্কোর ৯১-১। পরের দশ ওভারে তারা নাকি ৮০ রান করল। রানের গতি ধরে রাখতে পারেনি ওরা,” উষ্মা গোপন করেননি পাক কিংবদন্তি। ভারত তিন স্পিনার কুলদীপ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল মিলে বল করেছেন মোট ৯ ওভার। সবমিলিয়ে সেই ৯ ওভারে পাকিস্তান করেছে মাত্র ৬৪ রান। সেখানে পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ এবং সইম আয়ুব মিলিত ৭ ওভারে দিয়েছেন ৭৭ রান।
তবে তারপরও আক্রম মনে করছেন, ম্যাচটা জিততে পারত পাকিস্তান। বলছিলেন, “দুবাইয়ের এই পিচে ১৭০-১৮০ খারাপ রান না। ১৭২ তাড়া করা সহজ নয় কোনও দলের পক্ষেই। পাকিস্তানের উচিত ছিল ডিফেন্ড করা। কিন্তু ওরা বুঝতেই পারছিল না কাকে কী করতে হবে। যেটা ভারত জানত। ভারতীয় ব্যাটিংয়ের সময়টা দেখুন। দারুণভাবে পুরোটা নিয়ন্ত্রণ করল।” একইসঙ্গে অভিষেক শর্মার ব্যাটিংয়ে মুগ্ধ আক্রম। “অভিষেক দুর্দান্ত ব্যাটিং করল। প্রত্যেকটা ভালো শট খেলেছে। এমন নয় যে শুধু স্লগ করেছে। বরং ক্রিকেটের ব্যাকরণ মেনে একটার পর একটা শট খেলল ও”, নিজের দেশের ব্যর্থতার হাহাকার গলায় নিয়ে বলছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.