Advertisement
Advertisement
Asia Cup 2025

‘১৪০ কোটিকে ভারতীয়কে দারুণ রবিবার উপহার দেব’, পাকিস্তানের নাম না নিয়েও মহারণের আগে বার্তা সূর্যর

মাঠের বাইরের বিতর্কে কান দিতে নারাজ ভারতীয় দল।

Asia Cup 2025: Suryakumar Yadav refuses to mention Pakistan even once
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2025 8:50 pm
  • Updated:September 20, 2025 8:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা বেশি। চাপ বেশি। একে তো ভারত-পাক লড়াই। তার উপর আবার দু’দেশের সাম্প্রতিক রাজনৈতিক জটিলতা। সব মিলিয়ে রবিবাসরীয় মহারণের আগে বিরাট চাপে থাকার কথা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। কিন্তু তিনি যেন এসব কিছুরই ধার ধারেন না। শনিবার মহারণের আগে ১২ মিনিটের সাংবাদিক বৈঠক করলেন ভারত অধিনায়ক। তাতে তাঁর হাবেভাবে বোঝাই গেল না যে ২৪ ঘণ্টা বাদেই তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে নামতে হবে।

Advertisement

ম্যাচের আগের দিন ১২ মিনিটের সাংবাদিক বৈঠক করলেন ভারত অধিনায়ক। সেখানে অন্তত ছ’টি প্রশ্ন করা হল পাকিস্তান ম্যাচ নিয়ে। সব প্রশ্নের উত্তরও দিলেন। কিন্তু একবারও প্রতিপক্ষের নাম মুখে আনলেন না। কাজ সারলেন হয় সর্বনাম, নয় বিশেষণে। সেই সঙ্গে খানিক হুঙ্কারের সুরেই ভারত অধিনায়ক বলে গেলেন, কাল ১৪০ কোটি ভারতবাসীকে দারুণ রবিবার উপহার দিতে চান তিনি।

হোক না দুর্বল। হোক না মহাতারকাহীন দল। তাও তো প্রতিপক্ষের নাম পাকিস্তান। বিশেষ করে আগের ম্যাচের করমর্দন বিতর্ক এই ম্যাচকে আরও হাইভোল্টেজ বানিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সেই ম্যাচের আগে পাহাড়প্রমাণ চাপ থাকার কথা। সূর্য সেই চাপ সামলানোর উপায়ও বাতলে দিয়েছেন সতীর্থদের। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের চাপ কমাতে সূর্যর পরিকল্পনা, “ঘরের দরজা বন্ধ করো। ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ো। এটাই সবার সেরা।” যদিও পরক্ষণেই ভারত অধিনায়ক বাস্তবটা মেনে নিয়েছেন। মেনে নিয়েছেন, “মুখে বলাটা যত সহজ, করা ততটা সহজ নয়। অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, একসঙ্গে নৈশভোজে যাই। দলের অনেকে আছে যারা এ সব করতে ভালবাসে। কাজটা কঠিন।”

সূর্যর সাফ কথা, বাইরের বিতর্ক, সমালোচনায় কান দেওয়া অর্থহীন। ভালো খেলতে গেলে এসবে কান দেওয়া যাবে না। তিনি এদিন বলেন, “প্রতিযোগিতায় ভালো কিছু করতে হলে সবার আগে বাইরের আওয়াজ শোনা বন্ধ করে দিতে হবে। নিজে কোনটা চাও সেটা বুঝে নিতে হবে। অনেকে ভালো পরামর্শ দেন, সেটা শোনো। এটা বলতে পারি সবাই মানসিকভাবে ভালো জায়গায় আছে।” টিম ইন্ডিয়া যে এই মুহূর্তে মাঠের ভিতরের লড়াই ছাড়া আর কিছু ভাবছে না সেটাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ