Advertisement
Advertisement
Asia Cup 2025

‘জনতার চাপেই বয়কটের ভাবনা’, আমিরশাহী ম্যাচের আগের ‘নাটক’ নিয়ে বিস্ফোরক প্রাক্তন পিসিবি সভাপতি

ওই ম্যাচ বয়কট করলে অস্তিত্বের সংকটে পড়ে যেত পিসিবি, বলছেন প্রাক্তন পিসিবি প্রধান।

Asia Cup 2025: Pakistan Cricket Board insider spills what was spoken in pullout meeting
Published by: Subhajit Mandal
  • Posted:September 20, 2025 4:38 pm
  • Updated:September 20, 2025 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনতার চাপে পাকিস্তান ক্রিকেটকে জলাঞ্জলী দেওয়ার পরিকল্পনা সেরে ফেলেছিলেন পিসিবি প্রধান মহসিন নকভি। আমিরশাহী ম্যাচের আগে পাক দলের ‘মহানাটক’ নিয়ে মুখ খুললেন নাজম শেট্টি। তিনি বলছেন, আমিরশাহী ম্যাচে পাকিস্তান যা যা করেছে, সবটাই দেশের জনতাকে শান্ত রাখার জন্য। তাঁর কথাতেই স্পষ্ট, অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলা, বা ভারতের করমর্দন বিতর্ক নিয়ে নিন্দেমন্দ করা, সবটাই জনতার নজর ঘোরানোর চেষ্টা।

Advertisement

আসলে এশিয়া কাপ (Asia Cup 2025) এখন পাকিস্তানের জন্য শখের করাত। একটা সময় ভারত ওই টুর্নামেন্ট বয়কট করবে বলে শোনা যাচ্ছিল। খেলার মাঠে তো ভারতের কাছে হারছেই পাক দল, সেই সঙ্গে মাঠের বাইরের খেলাতেও নাস্তানাবুদ পিসিবি। যেভাবে প্রথম ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা করমর্দন করতে অস্বীকার করেছেন এবং পরে অধিনায়ক সূর্যকুমার যাদব জয় পহেলগাঁওয়ে মৃতদের পরিবারকে উৎসর্গ করেছেন, তাতে রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। সে দেশের আমজনতার একটা বড় অংশ এখন মনে করছে, এশিয়া কাপ খেলতে গিয়ে আসলে অপমানিতই হতে হচ্ছে পাকিস্তানকে।

সেই অপমান এবং জনতার চাপের মুখে পড়েই আমিরশাহী ম্যাচের আগে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন মহসিন নকভি। এমনটাই মনে করছেন নাজম শেট্টি। আমিরশাহী ম্যাচে পাকিস্তান আদৌ খেলতে নামবে কিনা সেটা ঠিক করতে পিসিবির দুই প্রাক্তন প্রধান শেট্টি ও রামিজ রাজাকে বৈঠকে ডাকেন পিসিবির বর্তমান শীর্ষ কর্তা মহসিন। সেই বৈঠকের শুরুতেই নাকি মহসিন জানিয়ে দেন, এই ম্যাচ পাকিস্তান বয়কট করবেই। এসিসি, আইসিসি উচ্ছন্নে যাক, পাকিস্তান এই অপমান সহ্য করবে না। মানুষের চাপে এমনটাই ঠিক করেছিলেন মহসিন নকভি। এই তথ্য ফাঁস করেছেন নাজম শেট্টি।

তাহলে কীভাবে মন বদল? নাজমের দাবি, তিনিই বুঝিয়ে শুনিয়ে ম্যাচ খেলতে রাজি করান পাক বোর্ডের প্রধানকে। নাজম বলেন, ম্যাচ বয়কট করলে পিসিবির অস্তিত্ব সংকটে পড়ে যাবে। পাকিস্তানকে একঘরে করে দেওয়া হবে। ১৫ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হবে। শেষ পর্যন্ত আর্থিক চাপে টিম নামাতে রাজি হন নকভি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ