ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ সেপ্টেম্বর ভারত-পাক (India vs Pakistan) লড়াই এশিয়া কাপে (Asia Cup 2023)। হাইভোল্টেজ সেই ম্যাচে কি বাদ সাধতে পারে বৃষ্টি? ওয়েদার.কম-এর খবর অনুযায়ী, ক্যান্ডির আকাশ মেঘলা থাকবে শনিবার। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ক্যান্ডিতে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় এসে পৌঁছেছে ভারতীয় দল। বিরাট কোহলি আর হার্দিক পাণ্ডিয়াকে আলোচনা করতে দেখা যায়। ভারত অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং হেডস্যর রাহুল দ্রাবিড়কে গল্পগুজব করতে দেখা যায়। খোশমেজাজেই ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে লোকেশ রাহুলকে পাবে না ভারতীয় দল।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে নেপাল ও পাকিস্তান। পাক-ম্যাচের দিকেই তাকিয়ে তামাম ক্রিকেটপ্রেমী। প্রথম ম্যাচেই পাক অধিনায়ক বাবর আজম দুরন্ত শতরান করেন। ফলে ভারত-পাক ম্যাচ শুরুর আগেই কিন্তু ভারতীয় শিবিরে চিন্তা ধরিয়ে দিলেন বাবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.