Advertisement
Advertisement
Sachin Tendulkar

বাগদানের পর প্রথমবার এক ফ্রেমে অর্জুন-সানিয়া, সূত্র মেলালেন শচীনের মা

সোশাল মিডিয়ায় কী লিখলেন লিটল মাস্টার?

Arjun-Saaniya in the same frame for the first time after engagement, Sachin Tendulkar's mother confirms

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 30, 2025 4:06 pm
  • Updated:August 30, 2025 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানিয়া চন্দোক। নামটার সঙ্গে এতদিনে অনেকেই পরিচিত। বেশ কিছুদিন আগে শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে তাঁর। তবে, শচীনের পারিবারিক এক অনুষ্ঠানে বাগদানের পর এই প্রথম এক ফ্রেমে দেখা গেল অর্জুন-সানিয়াকে।

Advertisement

শুক্রবার পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন পালন করেন শচীন। সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন লিটল মাস্টার। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মা রজনী কেক কাটছেন। সানিয়াকেও দেখা গিয়েছে সেই ছবিতে। ছিলেন অর্জুনও। ক্যাপশনে শচীন লিখেছেন, ‘মা আমি তোমার গর্ভে জন্মেছি। তোমার জন্যই পৃথিবীর আলো প্রত্যক্ষ করেছি। তুমিই আমার আশীর্বাদ। যা সব সময় ছিল বলে এগিয়ে যেতে পেরেছি। তোমার আত্মবিশ্বাসই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। শুভ জন্মদিন মা।’

পোস্টটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রথম আট ঘণ্টায় পোস্টটি ২,৬০,০০০-এরও বেশি লাইক পায়। বাগদানের পর শচীনের বাড়িতে এর আগেও দেখা গিয়েছে সানিয়াকে। সারার স্টুডিওর উদ্বোধন উপলক্ষে বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন শচীন। সেই অনুষ্ঠানেও দেখা গিয়েছিল সানিয়াকে। অর্জুনের দিদির সঙ্গে সানিয়ার সম্পর্ক খুব ভালো।

সানিয়া মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত এই ঘাই পরিবার। শচীনের হবু পুত্রবধূ অন্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement