সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় দুবাইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা। কিউয়িদের বিরুদ্ধে তিনি নজর না কাড়তে পারলেও এদিন সমস্ত লাইম লাইট নিয়ে গেলেন জুনিয়র হিটম্যান। এই প্রথম ক্যামেরায় ধরা পড়ল রোহিতের খুদে সন্তানের মুখ। যে ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।
নেটদুনিয়ায় যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানেই দেখা যাচ্ছে মা ঋতিকা সাজদেহর সঙ্গে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছে তিন মাসের আহান। মায়ের কোলে বসেই ম্যাচ উপভোগ করছে সে। এখানেই শেষ নয়। আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট আহানের সঙ্গে দেখা করতে এগিয়ে এসেছেন অনুষ্কা শর্মা। ঋতিকার কোলে থাকা আহানের সঙ্গে হেসে হেসে কথাও বলছেন তিনি। যদিও সেই ভিডিওতে জুনিয়র শর্মাজির মুখ তেমন স্পষ্ট নয়। তবে তাকে এক ঝলক দেখেই উচ্ছ্বসিত রোহিত ভক্তরা।
Ritika Bhabhi is with Ahaan at the stadium and Anushka Bhabhi is meeting Ahaan.❤️
but I am still not sure whether this is Ritika Bhabhi or someone else.
— ⁴⁵ (@rushiii_12)
এমনিতে সন্তানদের ক্যামেরা থেকে দূরেই রাখতে ভালোবাসেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মেয়ের ছবি তুলতে পাপারাজ্জিদের বারবারই নিষেধ করেন তাঁরা। এখনও ছেলে অকায়কেও ক্যামেরার সামনে আনেননি। রোহিত-ঋতিকার অবশ্য় তেমন কোনও ব্যাপার নেই। অনেকবারই মেয়ে সামাইরাকে লোকসমক্ষে এনেছেন তাঁরা। তবে জন্মের পর থেকেও এখনও পর্যন্ত ছেলে আহানের মুখ দেখতে পাননি অনুরাগীরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে সেই আশাও পূর্ণ হল।
Video of the day.❤️
Queen Ritika bhabhi with Ahaan Baby and princess Sammy in the stadium.❤️
— ⁴⁵ (@rushiii_12)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.