Advertisement
Advertisement
Anshul Kamboj

চোট-আঘাতে জেরবার ভারতীয় পেস বিভাগ, ম্যাঞ্চেস্টারে অভিষেক হচ্ছে অংশুলের

ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন।

Anshul Kamboj is going to get his debut in 4th test in Manchester
Published by: Arpan Das
  • Posted:July 21, 2025 7:29 pm
  • Updated:July 21, 2025 7:29 pm   

সন্দীপন বন্দ্যোপাধ্যায়, ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডে ভারতীয় এ দলের সফরে ছিলেন অংশুল কম্বোজ। ভালো পারফর্ম করেছিলেন। কিন্তু তারপরও স্কোয়াডে জায়গা হয়নি। কিন্তু এভাবেই যেন ‘ভাগ্য’ ফিরে যায়! ভারতীয় দল চোট-আঘাতে এতটাই জর্জরিত যে, স্কোয়াডে জায়গা হয়েছে অংশুলের। আর ম্যাঞ্চেস্টারে অভিষেকও ঘটতে চলেছে তাঁর।

Advertisement

আচমকাই বোলারদের আকাল ভারতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই অর্শদীপ সিং। গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। চোট সমস্যা রয়েছে আকাশ দীপের। তড়িঘড়ি অংশুল কম্বোজকে সিনিয়র দলে ডেকে নেওয়া হয়েছে। ২৪ বছর বয়সি অংশুল রনজি ট্রফিতে নিয়মিতভাবে ভালো খেলেছেন। গত রনজিতে কেরলের বিরুদ্ধে এক ইনিংসের ১০ উইকেটই তিনি নেন। রনজি ট্রফির দীর্ঘ ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি। গত আইপিএলে অংশুল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সদ্য ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেছেন।

চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিলে অর্শদীপের খেলার সম্ভাবনা ছিল। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। একই অবস্থা শার্দূল ঠাকুরের। কিন্তু অর্শদীপও বাইরে। অর্থাৎ শুভমানের গিলের হাতে এখন হাতে গোনা পেসার। জশপ্রীত বুমরাহ যে খেলবেন, তা জানিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। তিনি নিজে তো আছেনই। তৃতীয় পেসার হিসেবে খেলবেন অংশুল। সিরিজে এই মুহূর্তে পিছিয়ে আছে ভারত। টেস্টে হেরে গেলে সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। এই অবস্থায় নিজেদের হাতে থাকা সেরা পেস বিভাগ নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ