সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় বোলার হিসাবে রনজি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছিলেন। সেই অংশুল কম্বোজ এবার সম্ভবত ভারতীয় টেস্ট দলে ঢুকে পড়ছেন। ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ভারতীয় দলে সিএসকে তারকাকে যোগ দিতে বলা হয়েছে। তাঁকে যোগ দিতে বলার কারণ, অর্শদীপ সিংয়ের চোট।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই প্রথম ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ। তবে এখনও অভিষেক হয়নি তাঁর। চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিলে তাঁর খেলার সম্ভাবনা ছিল। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। এবার বুমরাহ না খেললে সিরাজ-আকাশদীপের পাশে অর্শদীপকে দেখা যেত। কিন্তু বিধি বাম। অনুশীলনে ফিল্ডিং করার সময় হাত কেটে ফেলেছেন অর্শদীপ। নেটেও বল করতে পারছেন না। মনে করা হচ্ছে, চতুর্থ টেস্টে তাঁর ফিট হওয়ার সম্ভাবনা নেই। তাই তড়িঘড়ি বিকল্প হিসাবে অংশুল কম্বোজকে সিনিয়র দলে ডেকে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, হরিয়ানার পেসারকে মূল দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে। যদিও সরকারিভাবে সে সিদ্ধান্ত বোর্ড এখনও ঘোষণা করেনি। ২৪ বছর বয়সি অংশুল রনজি ট্রফিতে নিয়মিতভাবে ভালো খেলেছেন। গত রনজিতে কেরলের বিরুদ্ধে এক ইনিংসের ১০ উইকেটই তিনি নেন। রনজি ট্রফির দীর্ঘ ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে এই কীর্তি গড়েছেন তিনি। গত আইপিএলে অংশুল খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। সদ্য ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও হাফ সেঞ্চুরি করেছেন। সেই অংশুলকে দলে নিয়ে নেওয়া হচ্ছে।
তবে ম্যাঞ্চেস্টারে তাঁর প্রথম একাদশে খেলার বিশেষ সম্ভাবনা নেই। কারণ ম্যাঞ্চেস্টারে জশপ্রীত বুমরার খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। এই। টেস্টে হেরে গেল সিরিজ হার নিশ্চিত হয়ে যাবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টও তাই ম্যাঞ্চেস্টারে বুমরাহকে বিশ্রাম দেওয়ায় চিন্তা-ভাবনা করছে না। বরং বুমরাহকে খেলিয়ে অলআউট যাওয়ার সম্ভাবনাই প্রবল। যার অর্থ তৃতীয় টেস্টে যে পেস বিভাগ নেমেছিল ম্যাঞ্চেস্টারেও সেই পেস বিভাগই নামবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.