ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদি লড়ছেন ঘাতক ক্যানসারের সঙ্গে। আর ভাই লড়ছেন ভারতের জার্সিতে। ভাই আগুন ঝরালেন, দলকে ঐতিহাসিক জয় এনে নিলেন। নিজের সাফল্য উৎসর্গ করলেন লড়াকু দিদিকে। না, এটা কোনও সিনেমা বা উপন্যাসের গল্প নয়। ওই যে, কথায় বলে না, ‘ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন’। এ যেন তার আদর্শ উদাহরণ। নিজের যন্ত্রণার কথা ভুলে গিয়েছিলেন দিদি। ভাইকে বলেছিলেন, “আমার ক্যানসারের কথা ভাবিস না, দেশের জন্য ভালো করে খেল।”
এটা আকাশ দীপ ও তাঁর দিদি অখণ্ড জ্যোতি সিংয়ের গল্প। দিদি যে ক্যানসারের সঙ্গে লড়ছেন, সেটা কাউকে জানাননি ভারতীয় পেসার। অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেও সেভাবে উইকেট পাননি। তারপর চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে। ফলে ইংল্যান্ড সফর এক অর্থে অগ্নিপরীক্ষা। এজবাস্টন টেস্টে সুযোগ আসে জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেওয়ায়। যে মাঠে এর আগে কোনও দিন জেতেনি ভারত। সেখানে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে তেরঙ্গা পতাকা ওড়ালেন আকাশ দীপ। তারপর এই সাফল্য উৎসর্গ করলেন ‘পেয়ারে বেহনাকে’।
মর্মস্পর্শী এই কাহিনির পর মুখ খুললেন আকাশ দীপের দিদি জ্যোতি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইংল্যান্ড সফরের আগে এয়ারপোর্টে আমাদের দেখা হয়। আমি ওকে বলেছিলাম, ‘আমার কথা একদম ভাববি না। শুধু দেশের জন্য খেল।’ আমার ক্যানসার এখন থার্ড স্টেজে। ডাক্তার বলেছে আরও ছ’মাস চিকিৎসা চলবে। তারপর দেখা যাবে।” তিনি আরও বলেন, “যখনই আকাশ উইকেট নেয়, আমরা চিৎকার করে, হাততালি দিয়ে বাড়ি মাথায় তুলি। পাড়াপড়শিরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কী হল!”
শুধু ইংল্যান্ড সিরিজ নয়, আইপিএলের সময়ও আকাশকে লড়তে হয়েছিল দিদিকে নিয়ে। আকাশ খেলতেন লখনউ সুপার জায়ান্টসে। তবে চোট সমস্যায় খুব বেশি ম্যাচ খেলেননি। সেই সময় দিদি হাসপাতালে ভর্তি ছিলেন। ম্যাচের আগে-পরে আকাশ দেখা করতে আসতেন। বাবা ও আরেক দাদাকে কয়েক মাসের মধ্যে হারিয়েছেন আকাশ দীপ। পরিবারের ভার তাঁর উপরে। দেশের জার্সিতে লড়াইয়ের পাশাপাশি, নিজের সঙ্গে এই লড়াইয়ের গল্পটাই আকাশ দীপকে আলাদা করে দেয়। ম্যাচের পর দিদির উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “যখনই বল করতাম, তখনই তোমার মুখটা ভেসে উঠত। আমি তোমাকে শুধু একটু খুশি করতে চেয়েছিলাম। আমরা সবাই তোমার সঙ্গে আছি।” দিদি খুশি। বলছেন, “এমন ভাই আর ক’জন পায়!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.