Advertisement
Advertisement
Ambani Family

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানেও ‘লেহরা দো’র সুর, রোহিত-হার্দিকদের সংবর্ধনায় কাঁদলেন নীতা আম্বানি

জাতীয় দলের তিন সদস্যকে অভিবাদন জানানো হয় আম্বানি পরিবারের পক্ষ থেকে।

Ambani family honoured India Cricket Team star Rohit, Suryakumar and Hardik for T20 World Cup win
Published by: Arpan Das
  • Posted:July 6, 2024 9:25 pm
  • Updated:December 11, 2024 3:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের উৎসব এখনও থামছে না। এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও দেখা গেল তার রেশ। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে দল। দিল্লির পর মেগা সেলিব্রেশন হয় মুম্বইয়েও। এবার অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতেও রাজকীয় অভ্যর্থনা পেলেন ক্রিকেটাররা।

Advertisement

আম্বানিদের পরিবারের তরফ থেকে নিমন্ত্রিত ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পাণ্ডিয়ারা (Hardik Pandya)। এই তিন ক্রিকেটারই খেলেন আম্বানিদের মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সেই সূত্রে ক্রিকেটারদের সঙ্গে ভালো সম্পর্কও তাঁদের। কিন্তু তার চেয়েও বড় পরিচয় রোহিতরা জাতীয় দলের ক্রিকেটার। তার মধ্যে সদ্য বিশ্বকাপ জিতে দেশের সম্মান বাড়িয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: ‘বিশ্বজয়ীকে স্বাগতম’, উইম্বলডনের মঞ্চে রাজকীয় অভ্যর্থনা শচীনকে]

ভারতীয় ক্রিকেটাররা যখন মঞ্চে প্রবেশ করেন, তখন বাজতে থাকে ‘লেহরা দো’ গানটি। তার পর তাঁদের সঙ্গে নাচের ছন্দে মেতে ওঠেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), নীতা আম্বানি (Nita Ambani) আর তাঁদের পুত্র আকাশ। জাতীয় দলের তিন সদস্যকে জড়িয়ে ধরে অভিবাদন জানানো হয় আম্বানি পরিবারের পক্ষ থেকে। কেঁদে ফেলেন নীতা আম্বানি। বিয়ের অনুষ্ঠানেও আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। মুকেশ আম্বানি বলেন, “আজ এখানে মাহিও আছেন। মনে হচ্ছে, যেন ফের ২০১১-তে ফিরে গিয়েছি। গোটা দলকে ধন্যবাদ বিশ্বকাপ আবার দেশে ফিরিয়ে আনার জন্য।”

নীতা আম্বানির কথায় উঠে আসে সূর্যকুমারের সেই বিখ্যাত ক্যাচটির কথাও। তাঁদের নিয়ে আম্বানি পরিবার যে বিশেষ গর্বিত, সেকথাও জানানো হয়। আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। এখন চলছে প্রাকবিবাহ অনুষ্ঠান পর্ব। সংবর্ধনার পর অনন্তর সঙ্গে নাচতে দেখা যায় ধোনি-হার্দিককে। সেখানে ছিলেন বলিউডের তারকারাও।

[আরও পড়ুন: রোহিত-বিরাটদের অবসরে কি বাড়তি চাপ? মুখ খুললেন নয়া অধিনায়ক শুভমান]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ