সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত-কোহলির টেস্ট অবসর, শুভমান গিলকে ওয়ানডে অধিনায়ক করা কিংবা শ্রেয়স আইয়ারকে এশিয়া কাপের দলে না রাখা। সাম্প্রতিক সময়ে বহুবার বিতর্ক বিদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটের নির্বাচক প্রধান অজিত আগরকর। একই সুরে কথা বলছেন হেড কোচ গৌতম গম্ভীরও। কিন্তু রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন ছবিটা একেবারেই এরকম ছিল না। দ্রাবিড়ের সঙ্গে প্রায়ই মতানৈক্য হত। সেটা স্বীকার করে নিলেন খোদ আগরকরই।
তিনি বলছেন, “এর আগে রাহুল দ্রাবিড় কোচ ছিল। ও আমার খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে মতানৈক্য হত। সেটা ঝগড়া বলব না। কিন্তু ও যা চাইত, সেটা নিয়ে বেশ ভালোই মতপার্থক্য ছিল। তবে সবটাই ছিল দলের ভালোর কথা ভেবে।” গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। সেই জায়গায় আসেন গৌতম গম্ভীর। যিনি তার আগে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের দলের মেন্টর ছিলেন।
আগরকর আরও বলছেন, “দল কীরকম হবে, সেটা দুজনে মিলেই ঠিক করতে হত। আগে যেমন রাহুল ছিল, এখন গৌতম গম্ভীর আছে। এমনকী অধিনায়কদের সঙ্গেও কথা বলতে হয়। আমাদের কাজ হল, সেরা ১৫ বেছে দেওয়া। যাতে অধিনায়ক ও কোচের কাজ একটু সহজ হয়। আর এই আলোচনায় তাঁদেরকে যুক্ত না করা কিন্তু বোকামি।” আগরকরের মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন, সাম্প্রতিক সময়ের বিতর্কিত সিদ্ধান্ত কি তাহলে কোচ-নির্বাচকের সম্মতিতেই হয়েছিল?
কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলি আদৌ ২০২৭-র বিশ্বকাপে খেলবেন কি না, সেই নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকী আগরকর বলে দিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করলেও বিশ্বকাপে ওদের জায়গা পাকা নয়। রাহুল দ্রাবিড় কোচ থাকলে কি এই সিদ্ধান্তগুলো নিতে পারতেন আগরকর?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.