সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি ২০২৭-র বিশ্বকাপে খেলবেন? দুজনেই এখন আর টি-টোয়েন্টি ও টেস্টে খেলেন না। অস্ট্রেলিয়া সফরের জন্য যে ওয়ানডে দল ঘোষণা হয়েছে, সেখানে দুই মহাতারকাই আছেন। তবে রোহিত শর্মা আর এখন অধিনায়ক হন। মনে করা হচ্ছে ২০২৭-র বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো হচ্ছে। সেখানে নেতৃত্ব দেবেন শুভমান গিল। ফলে জল্পনা চলছেই। সেটাকে আরও বাড়িয়ে দিল নির্বাচক প্রধান অজিত আগরকরের মন্তব্য।
বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০, কোহলি ৩৮। ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই। বলা যায়, আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুজন কীরকম খেলেন, সেদিকে সবার নজর থাকবে। আগরকর বলছেন, “ওরা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে আছে। ওরা দুজনেই অসাধারণ প্লেয়ার। কিন্তু দু’বছর পর কী পরিস্থিতি হবে এখনই বলা কঠিন। কে জানে, নতুন প্লেয়াররা এসে ওদের জায়গা দখল করে নেবে কি না। দুজনেই ভালো প্লেয়ার, প্রতি ম্যাচে ওদের পরীক্ষা দিতে হবে না। আবার এটা ভাবলেও ভুল হবে, অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করলেই ২০২৭-র বিশ্বকাপে খেলবে। আমাদের সব পরিস্থিতি ভেবে দেখতে হবে।”
প্রায় একই কথা বলেছেন গৌতম গম্ভীরও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর হেড কোচ বলেছিলেন, “৫০ ওভারের বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। আমার মতে, বর্তমান সময়ে থাকাটাই ভালো। সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে, দুজনেই খুব ভালো প্লেয়ার। অস্ট্রেলিয়ার ওদের অভিজ্ঞতা কাজে লাগবে। আশা করি, দুজনেই অস্ট্রেলিয়ায় সফল হবে।” আর যদি সফল না হয়? দুজনেই দীর্ঘদিন ধরে ভারতের হয়ে পারফর্ম করে এসেছেন। সেক্ষেত্রে একটা সিরিজ ব্যর্থ হলেই কি তাঁদের ‘বিদায়’ নিশ্চিত?
এবার আগরকরও বলছেন, সেঞ্চুরি করলেই জায়গা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে এটা কি রো-কো’র উপর চাপ বাড়ানোর একটা পদ্ধতি? নাকি কার্যত জানিয়েই দেওয়া হল, ২০২৭ বিশ্বকাপে তাঁদের জায়গা হবে না? উত্তরটা সময়ই বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.