Advertisement
Advertisement
Prithvi Shaw

ঘরোয়া ক্রিকেটে দলবদলে অভিষেকেই সেঞ্চুরি, কামব্যাক শুরু পৃথ্বী শ’র?

মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার।

After quitting Mumbai, Prithvi Shaw smashes century in maiden knock for Maharashtra

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:August 19, 2025 2:48 pm
  • Updated:August 19, 2025 2:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় তাঁর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। রবি শাস্ত্রী পর্যন্ত বলেছিলেন, শচীন, লারা, শেহওয়াগের সংমিশ্রণ। সেই সব সুখের দিন পেরিয়ে ক্রিকেট কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিচের দিকে পৃথ্বী শ’র। কেরিয়ার বাঁচাতে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার। আর বুচিবাবু টুর্নামেন্টে প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন পৃথ্বী।

Advertisement

চেন্নাইয়ে বুচিবাবু টুর্নামেন্টে মহারাষ্ট্রের ম্যাচ চলছে ছত্তিশগড়ের বিরুদ্ধে। সেখানে ১২২ বলে সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। পিচ কিন্তু যথেষ্ট কঠিন ছিল। অসমান বাউন্স ছিল, আবার স্পিনাররাও সাহায্য পেয়েছে। এই পরিস্থিতিতে ব্যাট করা কঠিন কাজ ছিল। সেখানে মহারাষ্ট্রের টপ অর্ডারকে ভরসা দেন পৃথ্বী। দলের ৪৪তম ওভারে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। তারপর ড্রেসিংরুমের দিকে ব্যাট তুলে সেলিব্রেট করেন। ১৪টি চারের পাশাপাশি একটি সেঞ্চুরিও এসেছে তাঁর ব্যাট থেকে। চেহারা দেখেও মনে হল, ফিটনেস নিয়ে যথেষ্ট খাটছেন।

গত ঘরোয়া মরশুমের বেশিরভাগ সময় উপেক্ষা করে কাটিয়ে দিয়েছিলেন পৃথ্বী। সেই কারণেই চলতি বছরের শুরুতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বই। যদিও পরে মুম্বই টি-টোয়েন্টি লিগে নর্থ মুম্বই প্যান্থার্সের ‘মার্কি প্লেয়ার’ হিসেবে ফর্মে ফিরেছিলেন। মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে পৃথ্বীর সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছিল। গত বছরের অক্টোবরে মুম্বইয়ের রনজি দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ ছিল। এমনকী বাদ পড়েছিলেন মুম্বইয়ের বিজয় হাজারে দল থেকেও।

নতুন মরশুমে দলবদল করেই সাফল্য। একসময় যাঁরা পৃথ্বীর সতীর্থ ছিলেন, তাঁদের অনেকেই সুপ্রতিষ্ঠিত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে তাঁর সতীর্থ শুভমান গিল এখন টেস্ট দলের অধিনায়ক। অর্শদীপ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। সেখানে পৃথ্বী আইপিএলেও দল পাননি। ঘরোয়া ক্রিকেটে দলবদলে সেঞ্চুরি করে কি কামব্যাকের ইঙ্গিত দিয়ে রাখলেন পৃথ্বী?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ