Advertisement
Advertisement
BCCI

ড্রিম ১১-র থেকেও ১০০ কোটি বেশি আয়ের ছক! নয়া স্পনসরের জন্য বিরাট অঙ্কের লক্ষ্য বিসিসিআইয়ের

শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বোর্ড।

After Dream 11 BCCI hunts for next big sponsor

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:August 30, 2025 3:59 pm
  • Updated:August 30, 2025 3:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন স্পনসরের সন্ধানে বিসিসিআই। ড্রিম ১১ সরে যাওয়ার পর গিল-সূর্যকুমারদের জার্সির ‘শূন্যস্থান’ পূরণের জন্য তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন স্পনসরের থেকে মোটামুটি ৪৫২ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে। যা পুরনো স্পনসরের থেকে প্রায় ১০০ কোটি বেশি।

Advertisement

২০২৫-২৮ পর্যন্ত তিন বছরের চক্রের জন্য নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই। হিসেব মতো এই সময়ের মধ্যে ভারতীয় দল ১৪০টি ম্যাচ খেলবে। যার মধ্যে দেশে ও বিদেশে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। বিশ্বকাপের মতো আইসিসি’র টুর্নামেন্টের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট আছে। বোর্ড চাইছে দ্বিপাক্ষিক সিরিজের প্রতি ম্যাচ থেকে অন্তত ৩.৫ কোটি টাকা তুলতে। যেখানে ড্রিম ১১ দিত ম্যাচ প্রতি ৩ কোটি টাকা। এছাড়া আইসিসি ও এসিসি টুর্নামেন্ট থেকে প্রতি ম্যাচে ১.৫ কোটি টাকা চাইছে বোর্ড। যেটা আগে ছিল ১ কোটি টাকা।

সেই হিসেবে ২০২৫-২৬ বর্ষে ১৩১ কোটি টাকা, ২০২৬-২৭ বর্ষে ১৬২.৫ কোটি টাকা, ২০২৭-২৮ বর্ষে ১৫৮.৫ কোটি টাকা পাবে বোর্ড। অর্থাৎ, সব মিলিয়ে আয় হতে পারে ৪৫২ কোটি টাকা। ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’-এর সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি।

শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বোর্ড। স্পনসর হওয়ার জন্য টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থার সঙ্গে কথা বলছে বিসিসিআই। দিনকয়েক পরে এশিয়া কাপ খেলতে নামবে ভারত। কিন্তু সম্ভবত সেখানে সূর্যকুমার যাদবদের জার্সিতে থাকবে না কোনও স্পনসরের নাম। বোর্ড দুই সংস্থার সঙ্গে কথা বললেও সরকারিভাবে স্পনসর নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তাই এশিয়া কাপে সম্ভবত স্পনসর ছাড়াই নামছে ভারতীয় দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ