Advertisement
Advertisement
Abhishek Sharma

টি-টোয়েন্টিতে ভালো খেলার পুরস্কার, বিরাট-রোহিতের প্রত্যাবর্তনের সফরে ডাক অভিষেককে!

কেন এই বাঁ-হাতি ওপেনারের কথা একদিনের ক্রিকেটেও ভাবা হচ্ছে?

Abhishek Sharma may get a chance in Virat-Rohit's comeback tour!

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 24, 2025 6:50 pm
  • Updated:September 24, 2025 6:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন। অন্য ম্যাচগুলিতেও তাঁর ঝোড়ো শুরু ভারতকে চালকের আসনে বসতে সাহায্য করেছে। এবার তার পুরস্কার পেতে চলেছেন অভিষেক শর্মা। জানা গিয়েছে, রোহিত শর্মা, বিরাট কোহলির প্রত্যাবর্তনের সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ডাক পেতে চলেছেন ২৫ বছরের ভারতীয় তারকা।

Advertisement

১৯ অক্টোবর থেকে অজিভূমে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অজি দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সুযোগ পেতে চলেছেন অভিষেক শর্মা। এশিয়া কাপ তো বটেই, টি-টোয়েন্টি ফরম্যাটে বাঁ-হাতি ওপেনারের মারকাটারি ব্যাটিং মনে ধরেছে নির্বাচকদের।

তবে, কেন অভিষেক শর্মার কথা একদিনের ক্রিকেটেও ভাবা হচ্ছে? অনেকের ধারণা, রোহিত শর্মার বিকল্পের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দল নির্বাচকরা। সেই কারণেই অভিষেকের দিকে নজর রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন অভিষেক। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার, ৫টি ছক্কায়। স্ট্রাইক রেট প্রায় ১৯০। তাঁর এমন সাইক্লোনিক ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ৫০টি ছক্কা মারার নজিরও গড়েছিলেন অভিষেক। মাত্র ৩৩১ বলে এই অত্যাশ্চর্য মাইলফলক স্পর্শ করেন তিনি। তাছাড়াও প্রথম বলে শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে রোহিত, যশস্বী, সঞ্জুদের ছাপিয়ে গিয়েছিলেন। কারণ দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন অভিষেক। এখন দেখার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দলের স্কোয়াডে জায়গা হয় কি না এই তরুণ তুর্কির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ