সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলের পর প্রতিটা ঘণ্টা, প্রতি মিনিট কেএল রাহুল (KL Rahul) স্রেফ একটা বিষয়ের উপরই খরচ করে গিয়েছেন। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট (India vs England Test) সিরিজের প্রস্তুতির জন্য!
বক্তা কে? বক্তা যিনি, তাঁর নাম রাহুল নিজেও বহুবার করেছেন প্রকাশ্যে। তিনি, অভিষেক নায়ার। ভারতীয় টিমের প্রাক্তন সহকারী কোচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শেষ করেছেন রাহুল। দু’টো সেঞ্চুরি এবং দু’টো হাফসেঞ্চুরি সমেত ৫৩২ রান করে। ৫৩.২০ ব্যাটিং গড় রেখে। একাধিক বার যশস্বী জয়সওয়ালের সঙ্গে দারুণ ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছেন টিমকে। ভারতীয় দল থেকে ‘বিতাড়িত’ হওয়ার পরেও যিনি রাহুলের সঙ্গে কাজ করে গিয়েছেন। নায়ার খোলাখুলি বলতে চাননি, তিনি ঠিক কী কী করেছেন রাহুলের সঙ্গে। তবে রাহুল যে রেজাল্ট পেয়েছেন, তা দেখে তিনি তৃপ্ত। “কেএলের মধ্যে কী কী বদল আমি দেখেছি, তা নিয়ে বিশদে বলতে চাই না। আমি বলতে পারবও না। কারণ একবার যদি সমস্ত কিছু প্রকাশ্য হয়ে পড়ে, তা হলে সে সমস্ত জিনিসের কার্যকারিতা কমে যাবে,” রবিবার বলে দিয়েছেন নায়ার। “কিন্তু এটা অবশ্যই বলব যে, যা যা বদল হয়েছে, তার প্রত্যেকটা কাজ করেছে রাহুলের পক্ষে।”
ভারতীয় টিমের প্রাক্তন সহকারী কোচ বলে দিয়েছেন যে, গত আইপিএল শেষে একটা মিনিটও নষ্ট করেননি ধ্রুপদী কর্নাটকী। “অত্যন্ত পরিশ্রম করেছে রাহুল। ওর সেই পরিশ্রমের গল্প খুব কম লোকে জানে। সন্তান জন্মের পরই আইপিএল খেলতে চলে এল। আইপিএল শেষের পরেও একটা মুহূর্ত নষ্ট করেনি। ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ল। যা অনেকেই করবে না। কিন্তু রাহুল বুঝতে পেরেছিল এই সিরিজের গুরুত্ব,” বলতে থাকেন নায়ার। সঙ্গে যোগ করেন, “গত আইপিএলের শেষ ম্যাচ খেলার পর রাহুল শুধু ভেবে গিয়েছে ইংল্যান্ড সফরে কী করে ভালো পারফর্ম করতে পারে। দেখে ভালো লাগছে, যে মর্যাদা প্রাপ্য ছিল, রাহুল তা এত দিনে পাচ্ছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.