Advertisement
Advertisement
Jasprit Bumrah

এশিয়া কাপেও ‘বেছে বেছে’ ম্যাচ খেলবেন বুমরাহ? ভারতীয় পেসারকে নিয়ে সতর্কবার্তা এবি’র

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্টে খেলেছেন বুমরাহ।

AB de Villiers thinks Jasprit Bumrah Will Play All The Games in Asia Cup
Published by: Arpan Das
  • Posted:August 24, 2025 6:34 pm
  • Updated:August 24, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্টে খেলেছেন জশপ্রীত বুমরাহ। যা নিয়ে সমালোচনা কম হয়নি। সামনেই এশিয়া কাপ। সেখানেও ভারতীয় দলে আছেন তারকা পেসার। কিন্তু এশিয়া কাপেও কি ইংল্যান্ডের মতো ‘বেছে বেছে’ খেলবেন বুমরাহ? তেমনটাই কিন্তু মনে করেন এবি ডি’ভিলিয়ার্স।

Advertisement

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার বলছেন, “আমার মনে হয় না ও সব ম্যাচ খেলবে। আমি বহু রিপোর্ট দেখেছি, যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বুমরাহকে খেলানো হবে। আমি এটাও খেয়াল করেছি, নির্বাচকরা ওর বিষয়ে বেশিমাত্রায় সচেতন। এভাবেই সিনিয়র ও সবচেয়ে কার্যকরী প্লেয়ারদের খেলাতে হয়।”

তবে এবি’র মতে, বুমরাহকে এভাবেই খেলানো উচিত। যাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ভারতীয় পেসার পর্যাপ্ত বিশ্রাম পায়। তিনি বলছেন, “কিছু নির্বাচক নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পারছে। আবার অনেকে হয়তো বুঝতে পারছে না। আর যখনই তুমি বুমরাহর মতো প্লেয়ারদের সামলাবে, তখন চাইবে ওর থেকে সেরাটা বের করে নিয়ে আসতে। বুমরাহকে যেভাবে ওরা সামলাচ্ছে, সেটা আমার খুব ভালো লেগেছে।” সেই সঙ্গে তিনি চান, কুলদীপ যাদবকে এশিয়া কাপে খেলাক ভারত।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবির। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের একটা প্রস্তুতি শিবির হবে।

আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি:
১০ সেপ্টেম্বর (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি
১৪ সেপ্টেম্বর (রবিবার): ভারত বনাম পাকিস্তান
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): ভারত বনাম ওমান

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ