ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের আগামী মরশুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন এবি ডিভিলিয়ার্স। প্রশ্ন হল, তিনি কি ক্রিকেটার হিসাবে আরসিবি’তে ফিরবেন? নাহ, সেই সম্ভাবনা নেই। ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে। সে কথা নিজেই বলেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডিভিলিয়ার্স বলেন, “ভবিষ্যতে আমি হয়তো আবার আইপিএলে অন্য কোনও ভূমিকায় যুক্ত হতে পারি। যদিও পেশাদার হিসেবে গোটা মরশুমে অংশ নেওয়া সত্যিই কঠিন। আমার হৃদয় সব সময় আরসিবি’র সঙ্গে আছে এবং থাকবে। তাই যদি ফ্র্যাঞ্চাইজিটি মনে করে, কোচ বা মেন্টর হিসাবে আমার কোনও জায়গা আছে, তাহলে দায়িত্ব পালনের জন্য আমি তৈরি।”
আরসিবি’র প্রাক্তন এই তারকা ক্রিকেটার দলের হয়ে ১৫৭টি ম্যাচে ৪,৫২২ রান করেছেন। গড় ৪১.১০। স্ট্রাইক রেট ১৫৮.৩৩। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফসেঞ্চুরি। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ২২৯ রানের পার্টনারশিপ গড়েছিলেন। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ জুটির নজির। ওই মরশুমে তিনি ৬৮৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। ২০২২ সালে ক্রিস গেইলের সঙ্গে আরসিবি’র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল ডিভিলিয়ার্সকে।
ক্রিকেট থেকে অবসর নিলেও সম্প্রতি লেজেন্ডস লিগে খেলেছেন ডিভিলিয়ার্স। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। তাঁর ইনিংসের সুবাদে ফাইনালে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এখন দেখার, আরসিবি তাঁর আর্জিতে সাড়া দেয় কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.