Advertisement
Advertisement
Aaron Finch

ক্রিকেটারদের গলি থেকে রাজপথে উত্থান! নতুন লিগে বাংলার নেতা জোড়া বিশ্বকাপজয়ী অজি ক্যাপ্টেন

কবে থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট?

Aaron Finch to Captain Bengal Tigers at LegenZ T10 League
Published by: Prasenjit Dutta
  • Posted:August 3, 2025 1:43 pm
  • Updated:August 3, 2025 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় চমক LegenZ T10 লিগে। ক্রিকেটপ্রেমীদের জন্য সারপ্রাইজ নিয়ে এল বেঙ্গল টাইগার্স। তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে জোড়া বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের নাম। ৭ আগস্ট জয়পুরে শুরু হতে চলছে এই টি১০ লিগ। আন্তর্জাতিক ক্রিকেটে বিস্তর অভিজ্ঞতা রয়েছে বিশ্বজয়ী এই ক্রিকেটারের। তবে টি১০ ফরম্যাটে আসন্ন টুর্নামেন্টের মাধ্যমে অভিষেক ঘটাতে চলেছেন ফিঞ্চ। এবার তাঁর নেতৃত্বেই মাঠে নামবে বেঙ্গল টাইগার্স। যদিও বাংলার দলের লক্ষ্য কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গলি ক্রিকেটারদের স্টেডিয়ামের আলো দেখানোও তাদের উদ্দেশ্য। 

Advertisement

১৩ আগস্ট পর্যন্ত সওয়াই মানসিং স্টেডিয়ামে চলবে এই প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের জন্য সরকারিভাবে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বেঙ্গল টাইগার্স। ফিঞ্চ ছাড়াও দলে রয়েছেন অজি তারকা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ক্রিস লিন, শ্রীলঙ্কার ইসুরু উদানা, জিম্বাবোয়ের ক্রিস্টোফার এমপোফুর মতো ক্রিকেটাররা। সঙ্গে রয়েছেন মহম্মদ মুজতবা, মহম্মদ নাজ, সোরভ সোনি, মানস দত্তর মতো তরুণ মুখ। বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারদের মিশ্রণে দল গড়েছে বেঙ্গল টাইগার্স।

উল্লেখ্য, বেঙ্গল টাইগার্স কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এই দল গঠনের পিছনে রয়েছে এক সামাজিক উদ্দেশ্যও। তাদের একজন মুখপাত্র জানিয়েছেন তাঁদের লক্ষ্যের কথা। ‘গলি টু গ্লোরি’, এই স্লোগানে চলবে দলটি। তাঁদের লক্ষ্য, ভারতের গলির ক্রিকেটারদেরও স্টেডিয়ামের আলোয় তুলে আনা। এই প্রয়াস ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

বেঙ্গল টাইগার্সের প্রথম ম্যাচ ৭ আগস্ট, বিকেল ৫টায়। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার দিল্লির। প্রত্যেক দিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি হবে বিকেল ৫টা, সন্ধ্যা ৭টা এবং রাত ৯টায়। ১২ আগস্ট অনুষ্ঠিত হবে প্লে-অফের তিনটি ম্যাচ। ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় রয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। জয়পুরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে উৎসাহ রয়েছে। আয়োজকদের আশা, স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনেই খেলবেন ফিঞ্চরা। উল্লেখ্য, টুর্নামেন্ট ঘিরে এখন থেকেই সাজোসাজো রব সওয়াই মানসিং স্টেডিয়ামে। দর্শকদের জন্য থাকছে আধুনিক ফ্যান জোনও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement