Advertisement
Advertisement
Afghanistan Cricket

পাকিস্তানের বিমান হানায় মৃত আফগানিস্তানের ৩ ক্রিকেটার, প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ বাতিল রশিদদের

সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন রশিদ খান।

3 Afghan cricketers killed in Pak air strike, cricket board withdraws from tri-series

পাকিস্তানের বিমান হানায় মৃত ৩ আফগান ক্রিকেটার। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

Published by: Arpan Das
  • Posted:October 18, 2025 8:29 am
  • Updated:October 18, 2025 9:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘর্ষ বিরতির পরও আফগানিস্তানে আচমকা বিমান হানা চালিয়েছে পাকিস্তান। শুক্রবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে ৩ ক্রিকেটার-সহ অন্তত ৮ জনের। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে ফুঁসে উঠলেন আফগান ক্রিকেটার রশিদ খান। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি। সেই সঙ্গে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। যে টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কারও খেলার কথা ছিল। 

Advertisement

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তিনজনই স্থানীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে। সেই সঙ্গে জল্পনা সত্যি করে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

তিন ক্রিকেটার-সহ ৮ জনের মৃত্যু ক্ষুব্ধ আফগান ক্রিকেটাররাও। রশিদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই আক্রমণ মহিলা-শিশুর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নিয়েছে। যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। নিরপরাধ, সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের এই ঘৃণ্য অপরাধ ভোলা যাবে না। এই কঠিন সময়ে আমি মানুষের পাশে আছি, জাতীয় মর্যাদা সবার আগে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

৫ নভেম্বর থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ম্যাচগুলি হওয়ার কথা পাকিস্তানের মাটিতেই। এর মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ বেঁধে যাওয়ায় আদৌ এই টুর্নামেন্ট হবে কি না সেই প্রশ্ন উঠেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেভাগেই বিকল্প পথ খোঁজা শুরু করে। এমনকী আইসিসি’র দ্বারস্থ হন পিসিবি প্রধান মহসিন নকভি। এবার পাকিস্তানের বিমান হানার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ বাতিল করে দিল আফগানিস্তান। এমনিতেই ক্রিকেট দুনিয়ায় পাকিস্তানকে কোণঠাসা করে রেখেছে ভারত। এশিয়া কাপে হাত মেলায়নি, নকভির থেকে ট্রফিও নেননি সূর্যকুমাররা। এবার আফগানিস্তানও বয়কটের পথ নেওয়ায় পাকিস্তান আরও ‘একঘরে’ হয়ে যাবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ