Advertisement
Advertisement
Ira Jadhav

এক ইনিংসে ৩৪৬ রান! ভারতে ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে নয়া ইতিহাস ১৪ বছরের ইরার

ইরার ইনিংসের সৌজন্যে মেঘালয়ের বিরুদ্ধে ৫৬৩ রান করে মুম্বই। তারা ম্যাচ জেতে ৫৪৪ রানে।

14-year-old Ira Jadhav slams record 346 runs in U-19 cricket for Mumbai
Published by: Arpan Das
  • Posted:January 12, 2025 9:49 pm
  • Updated:January 12, 2025 9:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন মুম্বইয়ের ইরা যাদব। মহিলাদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে সে করল ৩৪৬ রান। বল নিল মাত্র ১৫৭টি। যার সৌজন্যে রেকর্ড ৫৬৩ রান করে মুম্বই।

Advertisement

ইরার বয়স মাত্র ১৪ বছর। কিন্তু ব্যাট হাতে যে রেকর্ড গড়ল, তা ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে পুরুষ মহিলা নির্বিশেষে আর কেউ এত রান করতে পারেনি। সেটা করে দেখাল মুম্বইয়ের ওপেনার। মেঘালয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অপরাজিত রইলেন। মারলেন ৪২টি চার, ১৬টি ছয়। শেষ পর্যন্ত ১৫৭ বলে করলেন ৩৪৬ রান। ৫০ ওভারে মুম্বইয়ের রান উঠল ৫৬৩। সেটাও রেকর্ড। বিসিসিআই আয়োজিত কোনও টুর্নামেন্টে আজ পর্যন্ত এত রান কোনও দল করতে পারেনি। জবাবে মেঘালয় মাত্র থেমে যায় ১৯ রানে। অর্থাৎ ৫৪৪ রানের বিপুল ব্যবধানে জয় পায় মুম্বই।

ইরার এবার নাম ছিল WPL-এও। কিন্তু কোনও দল তাকে কেনেনি। উল্লেখ্য, ইরা শ্রদ্ধাশ্রম বিদ্যামন্দিরের ছাত্রী। যেখান থেকে উঠে এসেছেন শচীন তেণ্ডুলকর, বিনোদ কাম্বলি, অজিত আগরকরের মতো ক্রিকেটাররা। ম্যাচের পর ইরা জানায়, “আমার আদর্শ জেমাইমা রদ্রিগেজ। যেভাবে ও দলের মধ্যে শক্তি সঞ্চয় করে, সেটা আমার ভালো লাগে।’ ঘটনাচক্রে এদিন জেমাইমার প্রথম সেঞ্চুরিতে ভর করে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান তুলেছেন স্মৃতি মান্ধানারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ