সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে মিস বামবাম সুজি কর্টেজ। বার্সেলোনা তারকা লিওনেল মেসির ভক্ত সুজি বরাবরই সোশ্যাল মিডিয়ায় তাঁর উষ্ণ ছবি পোস্ট করার জন্য বিখ্যাত।
কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে প্যারিস সাঁ জাঁ-কে ৬-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম পর্বে প্যারিসে গিয়ে ০-৪ গোলে হেরেও দুর্দান্ত লড়াই করে ফিরে আসে বার্সা। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। মেসি-নেইমার-সুয়ারেজদের এই জয়ের পরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেসির জার্সি হাতে নিয়ে প্রায় নগ্ন একটি ছবি পোস্ট করেন সুজি। পাশে ৬ লেখা একটি বেলুনও রাখা ছিল। ছবিটি পোস্ট করে ‘মিস বামবাম’ লেখেন, ‘এই ছবিটি সেই সমস্ত সমর্থকদের জন্য যাঁরা মনে করেন এভাবেই ফিরে আসার লড়াই করা যায়।’
দেখুন ছবি:
এছাড়া বার্সেলোনার ছ’টি গোলের জন্য ছ’টি আঙুল দেখিয়েও একটি ছবি পোস্ট করেন তিনি।
দেখুন ছবি:
এর আগেও একাধিকবার মেসির জন্য বেশ কয়েকটি উষ্ণ ছবি পোস্ট করেছিলেন তিনি। এমনকী বার্সা মহাতারকা সুজি কর্টেজকে ইনস্টাগ্রামে ব্লকও করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.