Advertisement
Advertisement
Meteor Showers

আঁধারে আলোর ফুল! প্রায় ২৪ ঘণ্টা উল্কাবৃষ্টির সাক্ষী হবে পৃথিবী, ভারত থেকে দেখা যাবে?

উল্কাবৃষ্টির নেপথ্যে ‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’।

Two Meteor Showers Will Light Up The Skies This Week
Published by: Kishore Ghosh
  • Posted:July 28, 2025 8:22 pm
  • Updated:July 28, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো! নতুন কেনা ব্ল্যাকবোর্ডের মতো নিকশ কালো রাতের আকাশ রবীন্দ্রনাথের এই গান গায়, যখন উল্কাপাত হয়। অন্ধকারে ঝরে পড়ে আলোর ফুল! আগামী ২৯-৩০ জুলাই রাতে আকাশে দেখা যাবে এমনই মহাজাগতিক দৃশ্য। ‘লাইভ সায়েন্স’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দু’দিন অন্ধকার আকাশে ঘণ্টায় প্রায় ২৫টি করে উল্কাপাত হবে। কোথায় হবে এই উল্কাপাত? ভারত থেকে দেখা যাবে?

Advertisement

প্রতি বছরই ১৮ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত উল্কাবৃষ্টি হয়। নেপথ্যে ‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’। এই ‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’ আসলে ধূমকেতু ৯৬পি/মাছোলজের অংশ। প্রতি ৫.৩ বছরে এক বার এই ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে। সেই প্রদক্ষিণের সময় বেশ কিছু খণ্ডিত অংশ সে কক্ষপথে ফেলে যায়। সেই খণ্ডিত অংশই ভূমণ্ডলে উল্কা হয়ে ঝরে পড়ে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন,‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’-এর পাশাপাশি এ বছর সক্রিয় হবে উল্কাবৃষ্টি ‘আলফা ক্যাপ্রিকরনিডস’। সব মিলিয়ে ঘণ্টায় গড়ে ২৫টি উল্কাপাত হতে পারে।

গবেষকরা জানাচ্ছেন, উত্তর এবং দক্ষিণ, দুই গোলার্ধ থেকেই দেখা যাবে এই উল্কাপাত। ‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’ দক্ষিণ গোলার্ধের আকাশের কাছে হওয়ায় ওই অঞ্চলে আরও একটু ভালো ভাবে দেখা যাবে। ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের সব জায়গা থেকেই উল্কাবৃষ্টি দৃশ্যমান হওয়ার কথা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তর গোলার্ধে বসবাসকারীরা ৩০ জুলাই, বুধবার ভোরের আগে দক্ষিণ আকাশে নজর রাখলে এই উল্কাবৃষ্টি ভালো করে দেখতে পাবেন। আকাশ থেকে থরে থরে ঝরে পড়বে আলোর ফুল! আর বহুদূরের ওপার থেকে রবীন্দ্রনাথ গেয়ে উঠবেন-অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ