সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি শিশুর বাবা দু’জন! এমনটা কি হতে পারে কখনও? বিজ্ঞান বলছে পারে। তবে সেজন্য এখনও পেরোতে হবে লম্বা পথ। কিন্তু বিষয়টা অসম্ভব নয়। পথ দেখাচ্ছে ইঁদুররা (Rat)। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তাঁরা। তাঁদের দাবি ঘিরে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে।
একটি শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্রটি। লন্ডনে একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে পঠিত হয়েছে সেটি। ঠিক কী জানাচ্ছেন তাঁরা? তাঁদের দাবি, পুরুষের দু’টি XY ক্রোমোজোম মিশিয়ে তাকে স্ত্রী ইঁদুরের XX ক্রোমোজোমে যুক্ত করা হয়েছে। দেখা গিয়েছে, এরপর Y ক্রোমোজোমগুলিকে সরিয়ে দিচ্ছে X ক্রোমোজোম। এর ফলে X ক্রোমোজোমের ডুপ্লিকেট তৈরি হচ্ছে। আর এই পরীক্ষাতেই এসেছে সাফল্য। জন্ম নিয়েছে সাতটি ইঁদুর ছানা। যা মানুষের ক্ষেত্রেও করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের দাবি, খুব বেশিদিন নয়। ঠিকমতো গবেষণার সুযোগ পেলে বছর দশেকের মধ্যেই মানুষের ক্ষেত্রেও এমনটা ঘটানো সম্ভব। অর্থাৎ একটি ভ্রূণের ভিতরে দুই পুরুষের ক্রোমোজোম থাকতে পারে। সারোগেসির সাহায্যে অনায়াসেই সেই সন্তানের জন্ম দেওয়া যেতে পারে। সত্যিই বিজ্ঞানীদের দাবি মিলে গেলে অচিরেই সমকামী পুরুষরা একই সন্তানের জৈব পিতা হতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.