Advertisement
Advertisement
Haldia Petrochemicals

পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ হলদিয়া পেট্রোকেমিক্যালসের

প্লাস্টিকজাত দূষণ যাতে কমানো যায়, সেদিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

Haldia Petrochemicals take special initiative to save environment
Published by: Sayani Sen
  • Posted:June 4, 2025 10:32 pm
  • Updated:June 5, 2025 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি সচেতন মানুষেরই পরিবেশ রক্ষার দায়িত্ব রয়েছে। সেকথা জানেন সকলেই। কিন্তু মানেন ক’জন? বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে সেই প্রশ্ন যেন বড্ড প্রাসঙ্গিক। তবে সেই তালিকায় একেবারে ব্যতিক্রম হলদিয়া পেট্রোকেমিক্যালস। প্লাস্টিক থেকে হওয়া দূষণ রুখতে বিশেষ পদক্ষেপ ভারতের অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যালস সংস্থার।

Advertisement

হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নভনীত নারায়ণ বলেন, “ভারতের অন্যতম বৃহত্তম পেট্রোকেমিক্যালস সংস্থা হিসাবে কিছু দায়িত্ব রয়েছে। কার্বনের ব্যবহার কমিয়ে তাই যতটা সম্ভব পরিবেশ রক্ষার দায়িত্ব রয়েছে আমাদের। প্লাস্টিক পরিবেশ দূষণের মূল কারণ। প্লাস্টিকজাত দূষণ যাতে কমানো যায়, সেদিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। সে কারণে আমরা পরিবেশযোগ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছি।” তবে সংস্থার দাবি, পরিবেশবান্ধব ভবিষ্যতের পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে প্লাস্টিকও বড় ভূমিকা নিতে পারে। তবে অবশ্যই তার সঠিক ব্যবহার করতে হবে। আর এই ভাবনাকে বাস্তবায়নের কাজ করে চলেছে ওই সংস্থা।

পরিবেশ দূষণ রুখতে না পারলে সুদূর ভবিষ্যতে বিপদে পড়বেন সকলেই। তাই আপনিও সচেতন নাগরিক হিসাবে পরিবেশ দূষণ রোধের উদ্যোগ নিন। যেখানে সেখানে প্লাস্টিক ফেলা বন্ধ করুন। মনে রাখবেন, আপনার যথাযথ ব্যবহারের উপরেই নির্ভর করছে দূষণমুক্ত পরিবেশের ভবিষ্যৎ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement