Advertisement
Advertisement
Buck Moon 2025

গুরু পূর্ণিমায় আকাশে হরিণ-চাঁদ! জেনে নিন ভারতে ‘বাক-মুন’ দর্শনের সময়

কখন, কোথা থেকে দেখতে পাবেন চাঁদের অপরূপ রূপ? রইল তথ্য।

Buck Moon 2025: Here is date and time to see special appearance
Published by: Sucheta Sengupta
  • Posted:July 8, 2025 3:39 pm
  • Updated:July 8, 2025 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর যত রূপ-রং, তার চেয়ে বিশেষ কম নয় তার উপগ্রহের বৈচিত্র্য। রাতের আকাশে চাঁদের নানা রূপ কতশত কাব্যেরই না জন্ম দিয়েছে! কখনও ব্লু-মুন, কখনও স্ট্রবেরি-মুন, আবার কখনও বাক-মুন। আমাদের একমাত্র উপগ্রহ নিয়ে এসব শব্দ এখন চেনা হয়ে গিয়েছে। এবার আকাশে বাক-মুন উদয়ের সময়। তারই দিনক্ষণ জানা গেল। আগামী ১০ জুলাই সূর্য ডুবলেই আকাশে এই চন্দ্রোদয় হতে চলেছে। একনজরে দেখলে মনে হবে, ধবধবে সাদা থালার মতো গোল চাঁদের গায়ে শিংওয়ালা হরিণ আঁকা। এই দৃশ্যকল্পের কারণেই এর নাম ‘বাক-মুন’ (Buck Moon 2025)।

Advertisement

জুলাই মাস উত্তর গোলার্ধ্বে বাক-মুনের দৃশ্যমান হওয়ার সময়। বছরে ঠিক একবার, এই সময়ে চাঁদের এমন রূপ দেখা যায়। এই সময়ে চাঁদ নিকটতম নক্ষত্র সূর্য থেকে সবচেয়ে দূরত্বে থাকে। আর ওই অবস্থানে তার স্থায়িত্ব সবচেয়ে কম সময়ের। জ্যোতির্বিজ্ঞানে এ এক চমকপ্রদ দৃশ্য। এই সময়ে শুক্র আর শনি গ্রহও দৃষ্টিগোচর হয়। তেমন টেলিস্কোপ থাকলে রাতের আকাশে তা দেখতেও পাবেন। এবছরও তার ব্যতিক্রম হবে না। বিজ্ঞানীরা অঙ্ক কষে বের করেছেন, ১০ জুলাই ঠিক কোন সময় সৌন্দর্য নিয়ে আকাশে উদয় হবে পূর্ণচন্দ্র। বলা হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৭টা ৪২ এ বাক-মুন দৃশ্যমান হবে ভারতের আকাশে। দেখে নিন কখন, কোথায় দৃশ্যমান হবে বাক-মুন:

নিউ ইয়র্ক: জুলাই ১০, রাত ৮.৫৪
লন্ডন: জুলাই ১০, রাত ৯.৪৬
ভারত: জুলাই ১০, সন্ধ্যা ৭.৪২

১০ জুলাই আবার তিথি অনুযায়ী গুরু পূর্ণিমা। ফলে এমনিতেই আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে। কীভাবে নিশ্চিন্তে, ভালোভাবে বাক-মুন দেখবেন? রাতের দিকে খোলা মাঠ বা পার্ক বেছে নিন। পরিষ্কার আকাশ থাকলে দারুণভাবেই দৃশ্যমান হবে। তবে নজর রাখতে হবে আবহাওয়ার দিকে। তার উপর অনেকটাই নির্ভর করবে আপনার চন্দ্রদর্শনের অভিজ্ঞতা কতটা স্মরণীয় হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement