Advertisement
Advertisement
Janmashtami 2025

সুখসমৃদ্ধি ও পরিবারের শ্রীবৃদ্ধি চান? জন্মাষ্টমীতে এই কাজগুলি ভুলেও করবেন না

জন্মাষ্টমীতে কী করা উচিত, তা-ও জেনে নিন।

Janmashtami 2025: Know what to do for prosperity on Janmashtami
Published by: Sayani Sen
  • Posted:August 8, 2025 5:03 pm
  • Updated:August 8, 2025 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী। পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। পুরাণ মতে দ্বাপর যুগের এই তিথিতেই মানবরূপে মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণত ভাদ্র মাসের প্রথম দিকেই জন্মাষ্টমী পালন হয়। 

Advertisement

Krishna

কথিত আছে জন্মাষ্টমীর দিন কিছু কাজ ভুলেও করতে নেই। অজান্তে ওই ছোট ছোট ভুলের জন্য হতে পারে সর্বনাশ। ঠিক কোন কাজ করলে বিপদ হতে পারে, তা আপনার জানা নেই তাই তো? চলুন একনজরে দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন কী কী করবেন না।

১. বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে উঠবেন না। সম্ভব হলে গঙ্গাস্নান করতে পারেন। শুদ্ধবস্ত্র পরে নিন।
২. ওইদিন ভুলেও ঠাকুরঘরে বাসি ফুল রাখবেন না।
৩. স্টিলের প্রদীপ ভুলেও পুজোর কাজে ব্যবহার করবেন না।
৪. বাড়িতে জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার আগে কিছু খাবেন না।

Krishna

কী করবেন:
১. জন্মাষ্টমীর পুজোয় বসার সময় শুদ্ধবস্ত্র অবশ্যই পরুন।
২. শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করুন।
৩. তামা, পিতল এবং মাটির প্রদীপ শ্রীকৃষ্ণের পুজোয় ব্যবহার করুন।
৪. প্রসাদে অবশ্যই মাখন, মিছরি রাখুন। প্রসাদের সঙ্গে তুলসি পাতা দিন।
৫. জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের হাতে রাখি বাঁধুন। তাতে আপনি অনায়াসেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন।

Krishna
৬. জন্মাষ্টমীতে শাঁখের মধ্যে সামান্য দুধ রাখুন।
৭. ওইদিন পারলে খাদ্যশস্য বিলি করুন। 
৮. ময়ূরের পালক এদিন অবশ্যই ঘরে রাখুন।
৯. ছোট্ট একটি রূপোর বাঁশি পুজোর ঘরে রাখুন। পুজোপাঠ শেষে তা নিজের ব্যাগে রাখুন। তাতে দেখবেন আর্থিক দিক থেকে কোনওদিন কোনও সমস্যায় পড়বেন না আপনি।
১০. বাড়িতে পারলে গরু কিংবা বাছুরের কোনও শো-পিস কিনুন। তাতেই দেখবেন ঈশ্বরের কৃপায় সমৃদ্ধি হবে আপনার।

Krishna

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement