Advertisement
Advertisement
Guru Purnima 2025

গুরু পূর্ণিমায় এই কাজগুলি করলে ঘুরবে ভাগ্যের চাকা, লক্ষ্মী থাকবে আঁচলে বাঁধা

মহর্ষি বেদব্যাসের জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয়।

Guru Purnima 2025: Do these remedies on Guru Purnima
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2025 8:16 pm
  • Updated:July 7, 2025 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই গুরু পূর্ণিমা। কথিত আছে, আষাঢ় মাসের পূর্ণিমায় মুণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্ম নেন মহর্ষি বেদব্যাস। তিনিই পরবর্তীকালে মহাভারত রচনা করেন। তাঁকেই মহাগুরু মেনে এই তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। বিশেষ দিনে কয়েকটি কাজের মাধ্যমে ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। তাই এই কাজগুলি করতে ভুলবেন না।

Advertisement

* গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গাস্নান সেরে আসুন। পবিত্র দিনে গঙ্গাস্নান করলে পুণ্যলাভ হবে।
* আপনি কি অর্থ কষ্ট থেকে মুক্তি চান? তবে পবিত্র গুরু পূর্ণিমার দিনে উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন। বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন।
* এদিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন। আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালুন। মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন।

Guru Purnima

* আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেলগাছকে সুগন্ধী ধূপ ও ফুল দিয়ে পুজো করুন।
* আপনি কি ব্যবসা করেন? ব্যবসায় উন্নতি চাইলে গুরু পূর্ণিমার দিন নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন।
* গ্রহের দোষ কাটানোর জন্য গুরু পূর্ণিমাই আদর্শ। কিন্তু প্রশ্ন হল কীভাবে কাটাবেন গ্রহের দোষ? গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন। ওই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না৷ তাতে গ্রহের দোষ দূর হবে।
* আপনি কি চন্দ্রের দোষে জেরবার? তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন। সন্ধ্যায় ধূপ, প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন। চন্দ্রদেবের উদ্দেশে খোলা জায়গায় যেকোনও সাদা রঙের প্রসাদ দিন।
* এই বিশেষ দিনে গরিবদের অন্ন এবং বস্ত্রদান করুন। এছাড়াও এদিন পারলে পশুপাখিকে খাওয়ান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement