বছরকার পাঁচ দিনের জন্য কত না প্রস্তুতি। কেনাকাটি তো মাস্ট। পোশাকের সঙ্গে মানানসই জুতো না হলেই মনখারাপ তন্বীর।
মানানসই জুতো নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই। কারণ, আট থেকে আশি - সকলের জন্য অসাধারণ জুতোর সম্ভার নিয়ে হাজির শ্রীলেদার্স। সাধ ও সাধ্যের অনবদ্য মেলবন্ধন।
মহিলাদের জন্য হাজারও জুতোর কালেকশন। ফর্মাল থেকে পার্টিওয়্যার রয়েছে সব কিছু। শ্রীলেদার্সের ফর্মাল জুতোর কালেকশন নজরকাড়া।
পুজোর সকালে ঝটপট একটু ঘুরতে বেরবেন? পরে বেরনোর জন্য ক্যাজুয়াল জুতোও রয়েছে অগুনতি।
পুজোর সময় সালোয়ার কিংবা কুর্তি বেছে নেন অনেকে। সেরকম পোশাকের সঙ্গে মানানসই জুতো ছাড়া চলে না। এই পোশাকের সঙ্গে ফ্ল্যাট এবং হিল জুতোর কালেকশন হাতছাড়া করবেন না।
হাত বাড়ালেই পছন্দসই স্যান্ডেলও বেছে নিতে পারেন। তাই আর দেরি কেন, ঝটপট পাড়ি জমান শ্রীলেদার্সে।
পাথর, জরির কাজ করা জুতোও রয়েছে। যা শাড়ি কিংবা সালোয়ারের সঙ্গে দিব্যি মানানসই।
পুরুষদের দারুণ জুতোরও সম্ভার নিয়ে হাজির শ্রীলেদার্স। ফর্মাল থেকে ক্যাজুয়াল কিংবা পার্টিওয়্যার - রয়েছে সব কিছু।
ঠাকুর দেখতে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে পা ব্যথা হওয়ার জোগাড়। এই সময়ে অবশ্যই বেছে নিন স্যান্ডেল। আর সারারাত জমিয়ে সারুন প্যান্ডেল হপিং।
পুজো মানেই পাঞ্জাবি। তা সে সঙ্গে ধুতি হোক কিংবা পাজামা। এই পোশাকের সঙ্গে বেছে নিন নাগরা জুতো। আর হয়ে উঠুন ভিড়ের মাঝে একেবারে অন্যরকম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.