বাজাজ ফিনসার্ভ নতুন ফান্ড এনেছে লার্জ ক্যাপের ভিত্তিতে। সংস্থার অভিমত, দেশের অর্থনৈতিক উত্থানের সঙ্গে একান্তভাবে জড়িত আছে বৃহৎ কর্পোরেট সংস্থা, যেগুলো একটি বড় অংশ লার্জ ক্যাপ হিসাবে স্টক মার্কেটে নিজেদের জায়গা করে নিতে পেরেছে। এবং ভবিষ্যতে এই শ্রেণির কোম্পানিগুলোতে আরও বিনিয়োগ করাই উচিত বলে বাজাজ ফিনসার্ভ পরিচালকরা মনে করছেন।
লগ্নিকারীদের জন্য গ্রোথের হদিশ দেখাবে লার্জ ক্যাপ শেয়ার, এমনও বলেছেন তাঁরা।
কয়েকটি পয়েন্ট –
১. মার্কেট লিডার বলে চিহ্নিত অর্থনীতিতে অগ্রণী ভূমিকায়।
২. সব কটি স্টকেই বিরাট ‘ইনস্টিটিউশনাল’ আগ্রহ তথা চাহিদা।
৩. মার্কেট ক্যাপের নিরিখে প্রথম ১০০টি স্টকের মধ্যে।
৪. রিটার্ন এনে দেওয়ার বহু নিদর্শন আগে থেকেই আছে।
বাজাজ ফিনসার্ভ এনএফও
১. বাল্ক (ওয়ানটাইম) এবং সিপ, দুই করতে পারেন
২. ওপেন এন্ড ইক্যুইটি ফান্ড – অর্থাৎ সপ্তাহের যে কোনও বিজনেস ডে’তে এন্ট্রি (বা এক্সিট) করা সম্ভব।
৩. পোর্টফোলিও থাকবে ডাইভারসিফায়েড। মানে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করা হবে যাতে যথেষ্ট রকম রিস্ক কমিয়ে আনা যেতে পারে।
বাজাজের অন্যান্য ইক্যুইটি ফান্ডেও কিছু লার্জ ক্যাপ উপস্থিত।
ক. বাজাজ ফিনসার্ভ ফ্লেক্সি ক্যাপ : ৪৭.৭৬%
খ. বাজাজ ফিনসার্ভ লার্জ অ্যান্ড মিড ক্যাপ : ৪৪.১৩%
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.