সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) বিমানে চড়ে যাচ্ছিলেন অনেক যাত্রী। সেখানেই যাত্রীদের ভিড়ে ছিলেন দুই সন্তানের মা। কিন্তু বিমানে চড়ে যাওয়াকালীন আচমকাই যেন কী হয় তাঁর। সকলকে অবাক করে আপৎকালীন দরজা খুলে ফেলেন। তারপর বিমানের ডানায় পায়চারি করতে শুরু করেন। কিন্তু কেন এমন করলেন মহিলা, কারণ শুনলে আপনিও চমকে যাবেন।
তুরস্ক থেকে কিহেভের বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। ওই বিমানেই ছিলেন মহিলা। তাঁর দাবি, বিমানের ভিতর প্রচণ্ড গরম। কার্যত তা সহ্য করা সম্ভব নয়। হাঁসফাঁস দশা। এতটাই গরম যে ভিতরে থাকতে পারছিলেন না তিনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আপৎকালীন দরজা খুলে বিমানের ডানায় হাঁটতে শুরু করলেন মহিলা।
যাত্রীর এমন কাণ্ড দেখে হতবাক প্রায় সকলেই। ওই মহিলারই এক সহযাত্রী বলেন, “বিমানের ভিতরে বসে গরম লাগছে সেকথা বলেছিলেন তিনি। এমন কথা বলতে বলতেই আপৎকালীন জানলা খুলে ফেলেন। বিমান থামামাত্রই ডানায় পায়চারি করতে থাকেন। মহিলাকে এভাবে দেখে অবাক হয়ে যায় তাঁর সন্তানেরা।” মহিলার এমন কাণ্ডের ভিডিও করেন অনেকেই। তা ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ওই মহিলাকে কালো তালিকাভুক্ত করেছে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.