Advertisement
Advertisement
US Airport incident

বিমানবন্দরে নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন মদ্যপ মহিলা! ছবি ছড়িয়ে পড়তেই তাজ্জব নেটদুনিয়া

ভোরবেলা বিমানবন্দরে এই কাণ্ড ঘটান মহিলা।

Woman detained for unruly behavior at airport | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:October 16, 2021 1:43 pm
  • Updated:October 16, 2021 1:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরবেলা আমেরিকার ডেনভার বিমানবন্দরে তুমুল হইচই। এয়ারপোর্টের ভিতরে নগ্ন হয়ে ঘুরে বেড়ালেন মদ্যপ মহিলা। দেখেই চমকে ওঠেন নিত্যযাত্রীরা।  খবর পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা।  চাদর দিয়ে ঢেকে হাসপাতালে পাঠানো হয় মহিলাকে। 

Advertisement

আমেরিকার ব্যস্ত বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম ডেনভার (Denver International Airport)। প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন সেখান থেকে।  করোনা (Coronavirus) পরিস্থিতিতেও যাত্রীদের সংখ্যা তেমন কমেনি। কারও গন্তব্য দেশের ভিতরে, কারও আবার দেশের বাইরে। এমনিতে ভোরবেলা বিমানবন্দরে অন্দরে তেমন ভিড় থাকে না, তবে ফ্লাইট ধরার অপেক্ষায় অনেক যাত্রীই থাকেন। থাকেন বিমানবন্দরের কর্মীরা। 

Denver International Airport woman

[আরও পড়ুন: OMG! মায়ের মৃত্যুতে কাতর প্রেমিক, পাশে থাকতে প্রেমিকের বাবাকেই বিয়ে করলেন তরুণী]

আচমকা ভোর পাঁচটা নাগাদ যাত্রীদের মধ্যে কয়েকজন দেখতে পান একজন মধ্যবয়স্ক মহিলা নগ্ন হয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছেন। শরীরে সূতো পর্যন্ত নেই। দিব্যি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছিলেন মহিলা। অথচ তাঁকে দেখে অনেকেই চিৎকার করে ওঠেন। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ঘুরে বেড়াচ্ছিলেন মার্কিন নাগরিক। 

খবর পেয়েই ছুটে আসেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। চাদর দিয়ে মহিলার শরীর ঢেকে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তখনও মহিলার কোনও হেলদোল ছিল না। উলটে পুলিশকর্মীদের স্বাগত জানাচ্ছিলেন তিনি। জানতে চাইছিলেন, তাঁরা সকলে কেমন আছেন। 

Woman at airport

সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে মহিলার ছবি ও ভিডিও। যদিও এখন ভিডিওগুলি আর নেই, তবে স্ক্রিনশটগুলি রয়ে গিয়েছে।  মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মহিলার মানসিক সমস্যা রয়েছে, তার উপরে মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই এই অবস্থা হয়েছিল। শারীরিক কোনও সমস্যা রয়েছে কিনা, তা পরীক্ষার জন্য বিমানবন্দর থেকেই মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। শোনা যায়, পরীক্ষায় মহিলার কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি।  আপাতত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

[আরও পড়ুন: মানুষের মতোই সাবান দিয়ে কাপড় কাচছে শিম্পাঞ্জি! ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ