সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডিজিটাল আধ্যত্মিকতা’ বললে খানিক বাড়বাড়ি হয়। তবে সেই দিকেই ধাবিত এই ঘটনা। ‘স্মার্ট’ ফোন, ঘড়ির মতো এবার ‘স্মার্ট জপমালার সাক্ষী হল নেটপাড়া। ভাইরাল ভিডিও দেখে মাথায় হাত পড়েছে নেটিজেনদের। সকলেই বলছেন, এমনটাও হতে পারে?
কদিন আগেই ৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন হর্ষ গোয়েঙ্কা। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি পাহাড়ে কোলে দাঁড়িয়ে জপ করছেন। যদিও তাঁর হাতে ছিল না প্রথাগত জপমালা। তবে যা ছিল, সেই ছোট চেহারার যন্ত্রটিতে রয়েছে জপমালার পুঁতির মতো দেখতে ছোট ছোট বল। সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে জপ করতে থাকেন ওই ব্যক্তি। সঙ্গে রয়েছে একটি ডিসপ্লে বোর্ডও। সেখানে কতবার জপ করা হচ্ছে তা দেখা যাচ্ছে। অতএব মুখে ও মনে মনে গোনার কোনও প্রয়োজন নেই। এখানেই উঠছে প্রশ্ন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.