সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় নিজের প্রিয় তারকাদের মতো সাজগোজের চেষ্টা কে না করেছেন? মনে মনে সকলেরই সুপ্ত বাসনা ছিল, নিজেকে যেন তাঁর ‘হিরো’র মতো দেখতে লাগে। বিশেষত রুপোলি পর্দার নায়ক, নায়িকাদের অনুরাগী হলে তাঁদের স্টাইলে (Style) নিজেকে গড়ে তোলার ইচ্ছা তো থাকেই। কিন্তু তাই ‘বলে রাষ্ট্রনেতাদের চুলের ছাঁটে নিজের চুল কাটার (Haircut) আবদার ধরবেন! এমনই অবাক করা ঘটনা ঘটল এক সালোঁয়। সেখানে গিয়ে এক ব্যক্তি আবদার করলেন, উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উনের স্টাইলে তাঁর চুল কেটে দেওয়া হোক। তা শুনে চমকে উঠলেন হেয়ার স্টাইলিস্টরা। যদিও শেষমেশ কিমের মতোই চুল কেটে দেওয়া হল। কিন্তু তারপর নিজের চেহারা দেখে নিজেই চমকে উঠলেন ওই ব্যক্তি।
by inAdvertisement
অবিকল যেন কিম জং উন (Kim Jong Un)। শুধু বয়স একটু কম। আর পোশাকটা পালটে নিলেই উত্তর কোরিয়ার একনায়ক। হ্যাঁ, চুল কাটার পর এমনই চেহারা দাঁড়াল যুবকের। নিজেই নিজের চেহারা দেখে বিস্মিত। তবে সেই বিস্ময়ের প্রকাশ ক্যামেরাবন্দি করে রাখতেও ভুললেন না। নিজেই ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই যুবক। সেই ভিডিওটিই আপাতত ভাইরাল নেটদুনিয়ায়। সবাই দেখে ভারী মজা পাচ্ছেন। নানারকম মন্তব্যও ভেসে আসছে তার টাইমলাইনে। নেটিজেনরা অনেকেই তা বেশ পছন্দ করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.