Advertisement
Advertisement
Bhopal

ডাকাতির পর পালানোর সময় বাইক গেল বিগড়ে! ৮০ হাজারের লোভে ২ লাখি বাইক খোয়াল ছিনতাইবাজরা

ছিনতাইবাজদের মোটর বাইকের সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Thieves lose bike worth Rs 2 lakh while fleeing with Rs 80,000 loot in Bhopal

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:September 7, 2025 3:11 pm
  • Updated:September 7, 2025 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিনতাই করতে এসে লাভের বদলে আদপে বড় লোকসানই করে বসল একদল ছিনতাইবাজ। ৮০ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে ২ লক্ষ টাকার বাইক খুইয়েই চম্পট দিতে হল তাদের। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থাকল ভোপালের অযোধ্যা নগর এলাকা।

Advertisement

ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ স্থানীয় মুদির দোকানের মালিক নীরজ স্কুটারে বাড়ি ফিরছিলেন। দোকানের বেশ কয়েকদিনের রোজগার বাবদ প্রায় ৮০ হাজার টাকা ছিল তাঁর কাছে। এমন সময় একটি মোটর সাইকেলে ৩ ছিনতাইবাজ নীরজের কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে।

চলন্ত অবস্থায় ধ্বস্তাধ্বস্তির ফলে স্কুটার থেকে পড়ে যান নীরজ। তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিটকে পড়লে তা কুড়িয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ছিনতাইবাজের দল। আর তখনই শুরু হয় ‘কাহানি মে টুইস্ট’। বাইকে চড়ে পালাতে গিয়ে ডাকাতের দল দেখে গাড়ি স্টার্ট নিচ্ছে না। একেই বোধহয় বলে ‘মারে হরি রাখে কে’! টাকা খুইয়ে হতাশ নীরজ ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন ছিনতাইবাজদের দিকে।

কিন্তু অপরাধীদের এমন বেগতিক পরিস্থিতি দেখে যেন বুকে বল পান নীরজ। চিৎকার করতে থাকেন তিনি। নীরজের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। না পালালে গণপিটুনি খেতে হতে পারে বুঝতে পেরেই নিজেদের মোটর সাইকেল ফেলে রেখে দৌড়েই পালায় ডাকাতের দল। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ টাকা মূল্য়ের মোটর বাইকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে ভোপাল পুলিশ।

ছিনতাইবাজদের মোটর বাইকের সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ির নথিভুক্তিকরণ নম্বর থেকে ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে। খুব শীঘ্রই ছিনতাইবাজদের আটক করে টাকা উদ্ধার করা হবে বলে জানিয়েছে ভোপাল পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement