Advertisement
Advertisement
Bihar

বর-বধূর সাজে শিক্ষক-শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা স্কুলে! ভাইরাল ভিডিও

ঘটনাটি বিহারের একটি স্কুলের।

School gives unique Bride-Style' farewell to teachers in Bihar
Published by: Subhankar Patra
  • Posted:August 7, 2025 9:54 pm
  • Updated:August 7, 2025 9:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঝলক দেখলে মনে হবে মেয়েকে বিদায় দিচ্ছে পরিবার। পাশে বসে সদ্য বিবাহিত বর। আশেপাশে ভিড় করে রয়েছে কঁচিকাচারা। তাদের অনেকের চোখ ছলছল। পুরো বিয়ে বাড়ি! কিন্তু না, প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে কার্যত বর ও কন্যা বেশে সাজিয়ে বিদায়ী সংবর্ধনা দিল স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

ঘটনাটি বিহারের একটি স্কুলের। একই সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা ও সহশিক্ষকের বদলির নির্দেশিকা পাঠিয়েছে সরকার। তাঁদের বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানে ঘরের মেয়েকে যেভাবে বিয়ের পর বিদায় করা হয় ঠিক সেইভাবেই সংবর্ধনার দেওয়া হল। শিক্ষিকা অমিতা কুমারীকে বিয়ের মতোই ওড়না পরিয়েছিলেন সহ শিক্ষক ও পড়ুয়ারা। মহিলা শিক্ষিকারা কোল ভরা উপহার দিয়েছেন। ঠিক যেমন বিদায়ের সময় বাড়ির বড়রা উপহার দেন। অন্যদিকে শিক্ষক রাজহংস কুমার পাশে বসে ছিলেন, ঐতিহ্যবাহী বরের পোশাক পরে। গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ দাস বলেন, “আজকের অনুষ্ঠানটি সত্যিই অসাধারণ ছিল। একজন শিক্ষককে এভাবেই বিদায় জানানো উচিত। ওরা পড়ুয়াদের জন্য যা করেছেন তা মুখে বলা সম্ভব নয়। আমি আশা করছি ওরা যেখানেই যান কেন শিক্ষার্থীদের জন্য আরও ভালো করবেন।” কলা বিভাগের শিক্ষক উপেন্দ্র চৌধুরী বলেন, “এই বিদায়ী সংবর্ধনা বিহারে একটি বার্তা হিসেবে কাজ করবে।” অনুষ্ঠানে দুই শিক্ষককে স্কুলের পক্ষ থেকে ঐতিহ্যবাহী পোশাক, ডায়েরি, মালা, কলম এবং ফুলের তোড়া উপহার তুলে দেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ